বীরভূমে আবার কেষ্ট! ‘মাথা-গলা কাটবেন…আমরা দেখে নেব’, নিদান মুসলিম তৃণমূল নেতার

বাংলা হান্ট ডেস্ক: কেষ্ট নেই তো কী হয়েছে? কেষ্টর জেরক্স মেশিন রয়েছে। এবার লোকসভা ভোটের (Loksabha Election) আগে কেষ্টভূমে (Birbhum) দাঁড়িয়ে বিরোধীদের পা-মাথা কাটার নিদান দিলেন তৃণমূল (TMC) নেতা সৈয়দ সিরাজ জিম্মি। বিজয়া সম্মিলনীর অনুষ্ঠানের মঞ্চে একের পর এক বিস্ফোরক মন্তব্য করেছেন এই তৃণমূল নেতা।

বৃহস্পতিবার বীরভূমের রামপুরহাটের (Rampurhat) একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন রামপুরহাট-১ নম্বর ব্লকের সভাপতি সৈয়দ সিরাজ জিম্মি। সেখানেই বক্তব্য রাখার সময় এই তৃণমূল নেতা বলেন, ‘আপনার বাঁচার অধিকার আছে। আপনার সন্তানদের রক্ষা করার অধিকার আপনার আছে। যদি কেউ মনে করে আপনাদের উপর আক্রমণ করবে, আপনাদের ক্ষতি করবে, আপনাদের চোখ রাঙাবে, তাহলে সেল্ফ ডিফেন্স (Self Defense) হিসেবে পা কাটবেন নাকি মাথা কাটবেন নাকি তার গলা কাটবেন কিছু দেখবেন না। আমরা আছি আপনার পাশে। নির্ভয়ে নিশ্চিন্তে এগিয়ে যাবেন।’

   

এরপরই তিনি বলেন, ‘আমরা ভোটে জয়ী হব। কোনও বিরোধী শক্তি আমাদের সামনে দাঁড়াতে পারবে না। শুধু নিজে জ্বলে উঠুন।’ তাঁর এই মন্তব্য নিয়ে রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে। বিরোধীদের অভিযোগ, ভোটের আগে ভয়ের পরিবেশ তৈরি করছে তৃণমূল।

anubrata

যদিও সাংবাদিকদের মুখোমুখি হয়ে জিম্মি তাঁর মন্তব্যের ব্যাখ্যা দেন। তিনি বলেন, ‘ঢোঁড়া সাপ হলে সবাই মাড়িয়ে দিয়ে চলে যাবে। তাই কেউটে সাপ হতে হবে। নিজেকে বাঁচানোর জন্য, আত্মরক্ষার জন্য কেউটে সাপের মতো তেজ রাখতে হবে বলে আমি মনে করি। তাই আমি আমার কর্মীদের এই কথা বলেছি।’ তবে তৃণমূল নেতার ব্যাখ্যার পরও দমেনি বিরোধীরা। ভোটের আগে তৃণমূল সন্ত্রাসের পরিবেশ সৃষ্টি করছে বলে দাবি বিরোধী দলের।

Avatar
Monojit

সম্পর্কিত খবর