মৃত্যুর মুখ থেকে ফিরে এলেন হজযাত্রীরা

Published On:

বাংলাহান্ট ডেস্ক: মঙ্গলবার সকালে সংযুক্ত আরব আমিরশাহীতে বাসভর্তি হজযাত্রীরা অল্পের জন্য দূর্ঘটনা থেকে রক্ষা পেল। বাসটিতে মোট ৫২ জন যাত্রী ছিলেন।

স্থানীয় একটি সংবাদ মাধ্যম সূত্রে জানা গিয়েছে,হজ যাত্রীবাহী একটি বাস হাইওয়ের একটি রেলিংয়ে গিয়ে ধাক্কা মারে। অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা পায় বাসটি।

স্থানীয় সংবাদ মাধ্যম সূত্রে জানা গিয়েছে,শেষ করে ওই যাত্রীরা পবিত্র মক্কা থেকে ওমানের সুলতানেটে ফিরছিলেন। সেই সময়ই বাসটির হাইওয়ের একটি রেলিংয়ের ধাক্কা লাগে।

স্থানীয় পুলিশ জানিয়েছেন, ধাতব ও রেলিঙয়ে ধাক্কা লাগায় প্রাণে বেঁচে গিয়েছেন যাত্রীরা। হজযাত্রীদের খাবার ও জল সরবরাহ করা হচ্ছে।

সম্পর্কিত খবর

X