ভারতে প্রতিদিনই প্রচুর মানুষ সড়ক দুর্ঘটনায় আহত বা নিহত হয়। অনেক ক্ষেত্রেই দেখা যায় বাইক আরোহীর মাথায় হেলমেট (helmet) থাকলেও তা খুব ছোট দুর্ঘটনা থেকেও মাথাকে বাঁচাচ্ছে না। এর প্রধান কারন হলো সেই হেলমেটগুলি নিম্ন মানের।
এবার সড়ক দুর্ঘটনা কমাতে মোদী সরকার ভারতে বিআইএসের (BIS) শংসাপত্রের সাথে হেলমেট বিক্রয় ও উত্পাদন বাধ্যতামূলক করেছে। সড়ক পরিবহন ও জনপথ মন্ত্রক হেলমেট ফর রাইডার্স অফ টু হুইলারের মোটর গাড়ি (কোয়ালিটি কন্ট্রোল) এর আওতায় একটি আদেশ জারি করা হয়েছে। যেটিতে স্পষ্ট বলা হয়েছে, কেবল বিআইএস শংসাপত্র সহ হেলমেটগুলি বিক্রয় ও উত্পাদন করা যাবে।
সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী, দেশের আবহাওয়া পরিস্থিতি মাথায় রেখে ভারতে হালকা হেলমেটের জন্য সড়ক নিরাপত্তা সম্পর্কিত একটি কমিটি গঠন করা হয়েছিল। এই কমিটিতে এইমস চিকিৎসক ও বিআইএস কর্মকর্তাসহ বিভিন্ন ক্ষেত্রের বিশেষজ্ঞরা ছিলেন। মার্চ 2018 এ গঠিত এই কমিটি , হালকা ও মানসম্পন্ন হেলমেট তৈরি করার সুপারিশ করেছে। এখন এই প্রস্তাবগুলি সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রক গৃহীত করেছে। এর মন্ত্রক একটি নতুন আদেশ জারি করা হয়েছে।
সুপ্রিম কোর্ট আরও বলেছিল যে সমস্ত দ্বি-চাকা চালক হেলমেট পরেন তা নিশ্চিত করা জরুরি। কমিটির সুপারিশের ভিত্তিতে বিআইএস লাইটওয়েট হেলমেট তৈরির বৈশিষ্ট্য সংশোধন করেছে। আপনাকে জানিয়ে রাখি, যে পরিসংখ্যান অনুসারে, দেশে বছরে প্রায় ১৭ মিলিয়ন বাইক ও স্কুটির হেলমেট উত্পাদন হয়। সরকারের এই আদেশের অর্থ দেশে এখন কেবল বিআইএসের সার্টিফাইড হেলমেট বিক্রি হবে। সরকার দাবি করেছে যে এটি করলে দেশে নিম্নমানের টু হুইলারের হেলমেট বিক্রি রোধ হবে। এর ফলে দু’চাকার গাড়ি দুর্ঘটনা কমে যাবে।