বাংলা হান্ট ডেস্কঃ উনিশের লোকসভা নির্বাচনে বিষ্ণুপুরে পদ্ম ফুটিয়েছিলেন তিনি। চব্বিশের লোকসভা ভোটেও সৌমিত্র খাঁয়ের (Saumitra Khan) ওপর আস্থা রেখেছে বিজেপি (BJP) শিবির। আগামী ২৫ মে বিষ্ণুপুরে নির্বাচন রয়েছে। তার প্রায় মাস খানেক আগে সোমবার নিজের মনোনয়নপত্র জমা দিলেন তিনি।
আজ সকালে ষাঁড়েশ্বর বাবার মন্দিরে পুজো দিয়ে পদযাত্রা করে মনোনয়নপত্র জমা দিতে যান বিষ্ণুপুরের পদ্ম প্রার্থী (Bishnupur BJP Candidate)। প্রখর রোদ মাথায় নিয়েই সৌমিত্রর পদযাত্রার হাজির হয়েছিলেন প্রচুর দলীয় কর্মী সমর্থক। সেই সঙ্গেই উপস্থিত ছিলেন বাঁকুড়ার বিজেপি প্রার্থী সুভাষ সরকার। গীতা হাতে আজ নিজের মনোনয়নপত্র জমা দেন সৌমিত্র। এরপরেই বিষ্ণুপুরে ফের একবার পদ্ম ফোটানোর কথা বলেন তিনি।
এদিন সৌমিত্র বলেন, আগের বারের চেয়ে বেশি ব্যবধানে জয়ী হবে বিজেপি। কারণ এখানের ভোট হল মোদীজির ভোট। সেই সঙ্গেই রাজ্য সরকারের দুর্নীতি নিয়েও সরব হন বিষ্ণুপুরের বিদায়ী সাংসদ। তিনি বলেন, রাজ্য সরকার যেভাবে দুর্নীতি করেছে, সন্দেশখালি কাণ্ড থেকে মা-বোনেদের ইজ্জত লুণ্ঠন সবটাই দেখেছে রাজ্যবাসী। তাই ৫০০ টাকার লক্ষ্মীর ভাণ্ডারে এবার বিক্রি হবেন না রাজ্যের মহিলারা। সসম্মানে, সঠিক যোগ্যতায় তাঁরা কাজ করবেন।
আরও পড়ুনঃ সন্দেশখালি মামলায় জোর ধাক্কা রাজ্যের! বিরাট নির্দেশ দিল সুপ্রিম কোর্ট
এদিন সৌমিত্রর মুখে শোনা যায় অন্নপূর্ণার ভাণ্ডারের প্রসঙ্গও। বিষ্ণুপুরের পদ্ম প্রার্থী বলেন, বিজেপি আসলে লক্ষ্মীর ভাণ্ডারের নাম বদলে অন্নপূর্ণা ভাণ্ডার করা হবে। সেই সঙ্গেই বৃদ্ধি করা হবে ভাতার পরিমাণ। মাসে মাসে ১০০০-১২০০ নয়, বরং ৩০০০ টাকা করে দেওয়া হবে বলে জানান তিনি।
এরপর নিজ লোকসভা কেন্দ্রে উন্নয়নের প্রসঙ্গ টেনে বিষ্ণুপুরের বিদায়ী সাংসদ বলেন, তিনি যে যে উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েছিলেন সবগুলি পালন করেছেন। পার্ক, রাস্তা থেকে শুরু করে স্টেশন, ছোট ছোট কমিউনিটি হল, সবকিছুর উন্নয়ন করা হয়েছে। মোদী সরকার যে উন্নয়নের মিথ্যে প্রতিশ্রুতি দেয় না, এদিন কার্যত এই বার্তাই দেন বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী।
‘বিজেপির মেদ হয়েছে…’ বিস্ফোরক দিলীপ ঘোষ, শুভেন্দুকে নিয়েও বড় মন্তব্য প্রবীণ নেতার