বাংলা হান্ট ডেস্কঃ চব্বিশের লোকসভা নির্বাচনে বিষ্ণুপুর কেন্দ্রের দিকে নজর থাকবে অনেকের। বিজেপির তরফ থেকে এই কেন্দ্রে দাঁড় করানো হয়েছে দলের হেভিওয়েট নেতা সৌমিত্র খাঁকে (Saumitra Khan)। গতবারও এই আসনে পদ্ম ফুটিয়েছিলেন তিনি, এবারও সেই গুরুদায়িত্ব তুলে দেওয়া হয়েছে তাঁর কাঁধে। অন্যদিকে তৃণমূলের বাজি সৌমিত্রর প্রাক্তন স্ত্রী সুজাতা মণ্ডল (Sujata Mondal)। প্রাক্তন দম্পতির এই লড়াইয়ে শেষ অবধি কে বাজিমাত করবে তা জানা যাবে জুন মাসে। তবে এবার ভোটের আবহে নাম না করেই সুজাতাকে আক্রমণ করলেন সৌমিত্র।
উনিশের লোকসভা নির্বাচনে বিজেপিকে (BJP) জেতাতে জান লড়িয়ে দিয়েছিলেন সুজাতা। তৎকালীন স্বামী সৌমিত্রর হয়ে ভোট ময়দানে নেমেছিলেন তিনি। তবে গত পাঁচ বছরে বদলেছে অনেককিছু। সৌমিত্র-সুজাতার সংসার ভাঙার পাশাপাশি, দু’জনের রাজনৈতিক দলও হয়েছে আলাদা। আজ একে অপরের প্রতিপক্ষ দু’জনে। এবার তৃতীয় দফার নির্বাচনের দিন নাম না করেই প্রাক্তন স্ত্রী তথা প্রতিপক্ষকে আক্রমণ করলেন বিষ্ণুপুরের (Bishnupur) বিদায়ী সাংসদ।
মঙ্গলবার নিজের ফেসবুক পেজে লাইভে এসেছিলেন বিষ্ণুপুরের পদ্ম প্রার্থী সৌমিত্র। সেখানে তিনি বলেন, ‘যে মানুষটি ২০১৯ সালে… ডাইনি থেকে শুরু করে যে কথাগুলো আমরা বলতে পারিনি, যারা আমরা রাজনীতি করি তাঁরা বলতে পারিনি, আজকে তাঁকে পাশে নিয়ে তাঁর জন্য ভোট চাওয়া হবে। কী অদ্ভুত না? আমি শুধু একটা কথা বলব, পুরনো যারা তৃণমূল কর্মী আছেন, আপনারা মেনে নিতে পারবেন? মন থেকে বলুন তো’।
আরও পড়ুনঃ ‘মাথা ব্যথা হলে, মাথা বাদ দেওয়া হয় না’! ২৬,০০০ চাকরি বাতিল মামলায় সুপ্রিম কোর্টে যুক্তি পর্ষদের
এখানেই না থেমে সৌমিত্র বলেন, ‘অভিষেকের ছেলের সম্বন্ধে বলেছিল, আয়াংশ হল আয়+অংশ। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জিভ কেটে নিয়ে কুকুরকে খাওয়ানো হবে বলেছিল। যেটা আমি একজন রাজনীতিবিদ হিসেবে কখনও বলতে পারিনি। আজ তাঁর বক্তশ্য শুনে আমার হাততালি দেবেন! আমি শুধু একটা কথা বলি, সংখ্যালঘু সম্প্রদায় সম্বন্ধে আমি একটা কথা বলিনি, কিন্তু বিষ্ণুপুরে যিনি প্রার্থী হয়েছেন, তিনি সংখ্যালঘু সম্প্রদায় সম্বন্ধে কী বলেছেন দেখেছেন?…একটু বিবেককে জিজ্ঞেস করবেন কার জন্য ভোট দেবেন?’
কোনও তৃণমূল কংগ্রেস কর্মী দলীয় প্রার্থীর বাড়ি যায়? সেখানে গেলে সম্মান পায়? লাইভ চলাকালীন প্রশ্ন করেন সৌমিত্র। বিজেপি প্রার্থী বলেন, ‘আজ জীবন দিয়ে লড়বেন বলছেন, জীবন দিয়ে করবেন বলছেন। আমি শুধু দেখছি। শীঘ্রই বুঝতে পারবেন যে কী জিনিস! আমি শুধু চাই, বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের উন্নয়ন কলতলায় ঝগড়া করার জন্য নয়। এখানে অনেক কাজ করতে হবে’।
এরপর বিগত পাঁচ বছরে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে কী কী উন্নয়ন হয়েছে সেই বিষয়ে কথা বলেন সৌমিত্র। বিজেপি প্রার্থী বলেন, ‘আমি বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের মানুষদের কাছ থেকে প্রচুর ভালোবাসা পেয়েছি’। লাইভের মাঝেই সাধারণ মানুষদের থেকে আশীর্বাদ চেয়ে নিতেও দেখা যায় সৌমিত্রকে।