মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসায় পঞ্চমুখ বিশ্ব হিন্দু পরিষদ

বাংলা হান্ট ডেস্ক : কেন্দ্র এবং রাজ্য সরকারের অন্তর্দ্বন্দ্ব কারও অজানা নয়। বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে বার বার কেন্দ্র এবং রাজ্যের মধ্যে মতবিরোধ হয়েছে। বিশেষ করে সম্প্রতি অযোধ্যা মামলার যে রায় দিয়েছে দেশের শীর্ষ আদালত তার পরিপ্রেক্ষিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রকাশ্যে কিছু মুখ না খুললেও কলমের মধ্য দিয়ে তিনি তাঁর বক্তব্যের কিছু অংশ তুলে ধরেছেন যদিও বিতর্কিত মন্তব্য করেননি। তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই চুপ থাকার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বিশ্ব হিন্দু পরিষদ।mamata banerjee mva 1200 1

উল্লেখ্য অযোধ্যা মামলার রায় বেরনোর সঙ্গে সঙ্গেই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করেছিলেন, এক দিকে পরিস্থিতি খতিয়ে দেখার জন্য বার্তা দিয়েছিলেন অন্য দিকে এলাকায় শান্তি বজায় রাখার নির্দেশ দিয়েছিলেন যদিও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অযোধ্যা মামলার রায় বেরনোর অনেক আগে থেকেই রাজ্যে শান্তি বজায় রাখার নির্দেশ দিয়েছিলেন

   

পাশাপাশি মামলার রায় বেরনোর জন্য কোনো রকম মন্তব্য করতে নিষেধ করেছিলেন। আর তার জেরেই কার্যত প্রশংসিত হলেন কেন্দ্রীয় নেতৃত্বদের কাছেও। শনিবার দেশের শীর্ষ আদালতের তরফে অযোধ্যা মামলার আড়াই প্রকাশের সঙ্গে সঙ্গে সন্ধে বেলা একটি কবিতা আপলোড করেছিলেন যার নাম দিয়েছিলেন না বলা।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সিদ্ধান্তে প্রশংসা করেছে সংঘ পরিবার। পাশাপাশি দলীয় নেতৃত্বদের উদ্দেশে মুখ্যমন্ত্রী যে নির্দেশ দিয়েছিলেন তা মেনে চলার জন্য মুখ্যমন্ত্রীর প্রশংসা করেছে বিশ্ব হিন্দু পরিষদ।

সম্পর্কিত খবর