‘ফণী’র ভয়ে শীঘ্রই ট্রেনের টিকিট ক্যানসেল করে ফ্লাইটে করে ফিরলেন অভিনেতা বিশ্বনাথ

 

বাংলা হান্ট ডেস্ক :- ক্রমশ ‘ফণী’ অগ্রসর হচ্ছে পশ্চিমবঙ্গের দিকে। তাই ইতিমধ্যেই সতর্ক বাণীর প্রচার শুরু হয়ে গেছে চারিদিকেই। মৎস্য শিকারীদের উপকূলবর্তী এলাকা থেকে আগামী তিনদিন সমুদ্রে যাওয়ার জন্য রয়েছে বিধিনিষেধ। পুরির সমস্ত পর্যটক দের হোটেল খালি করে ফিরে আসার নির্দেশ দিয়েছেন এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও এনডিএফ টিম।

 

ঠিক এরমই একটি প্রতিকূল অবস্থায়ে পুরীতে ছিলেন অভিনেতা বিশ্বনাথ বসু। সপরিবারে পুরিতে ছুটি কাটাতে গেছিলেন তিনি। সকাল ৯ টা নাগাদ তিনি তাঁর ফেসবুক পেজে লাইভে তিনি এসে বললেন আজকে রাত্রে তাঁর এবং তাঁর পরিবারের লোকজনের ফেরার ট্রেন অবশিষ্ট ই ছিল কিন্তু ফণীর আশঙ্কায় ট্রেনের টিকিট ক্যানসেল করেই তড়িঘরি কলকাতা ফিরছেন প্লেন এর মাধ্যমেই।

d9d3f 6196875 1

তখনও পুরির অবস্থা যদিও স্বাভাবিক ছিল অত্যন্ত, তবে তাঁর মনে হয় ঝড়ের আগে থমথমে পরিবেশ নিয়ে পুরী এখন বিরাজমান।প্রত্যেকের পরিবারের পরিজনেরা যাতে সুস্থ ও স্বাভাবিক ভাবে বাড়ি ফেরেন এই কামনাই করেন তিনি।

সম্পর্কিত খবর