‘২১ তারিখ তো চলে যায়নি এখনও, দেখুন..,’ দিল্লি থেকে ফিরেই যা বললেন দিলীপ, জল্পনা তুঙ্গে

Published on:

Published on:

বাংলা হান্ট ডেস্কঃ যাব কী যাবনা… এখানে যাবেন কী কী যাবেন না! এই নিয়েই তুঙ্গে চৰ্চা। প্রথমে শোনা মোদীর সভায় উপস্থিত থাকবেন তিনি। তবে শুক্রবার প্রধানমন্ত্রীর বঙ্গ সফরের দিনই বাংলা ছেড়ে দিল্লিতে চলে যান দিলীপ। সেখানে জে পি নাড্ডার (JP Nadda) সঙ্গে দেখা করেন বঙ্গ বিজেপির প্রাক্তন সভাপতি (Dilip Ghosh)।

২১ জুলাই নিয়ে কী বললেন দিলীপ | Dilip Ghosh

সূত্রের খবর, দিলীপ ঘোষের সাম্প্রতিক মন্তব্যে দল তার উপর ক্ষুব্ধ এমনটাই জানানো হয়েছে। বলা হয়েছে, যেভাবে সংবাদমাধ্যমে সামনে বারংবার তিনি বেফাঁস মন্তব্য করে চলেছেন তাতে দলের অস্বস্তি বাড়ছে। যদিও বৈঠক থেকে বেরিয়ে দিলীপ অবশ্য তিন শব্দের বাক্য ব্যয় করে বলেছিলেন, ‘খুব গল্প হয়েছে।’ তবে শুক্রবার মুখে কুলুপ এঁটে থাকলেও শনিবার সাংবাদিকদের সামনে মুখ খুললেন দিলীপ।

সাংবাদিক: ১ ঘণ্টা শুধু গল্প হল?

দিলীপ: প্রেসিডেন্ট যদি আমাকে গল্প করতে ডাকেন তাহলে কি করা যাবে?

দিলীপবাবু বলেন, “আমি গেলাম। গল্প করলাম। সংগঠনের বিষয়ে অনেক কিছু কথা হয়েছে। ছাব্বিশের ভোট, সংগঠন, প্রস্তুতি, সব নিয়ে কথা হল। উনি বললেন, রাজ্যে গিয়ে জোরদার কাজ করুন।’ দিলীপ জানান গতকালের বৈঠক দরকারি বৈঠক ছিল। বলেন, “সর্ব ভারতীয় সভাপতি ডেকেছেন মানেই তো ইম্পর্ট্যান্ট।”

দলের সাংগঠনিক রদবদলের প্রসঙ্গ উঠলে দিলীপ বলেন,” পার্টি যা সিদ্ধান্ত নেবে সেটাই পার্টির সবাইকে মেনে চলতে হবে। প্রতি ৩ বছর অন্তর অন্তর বিজেপিতে সাংগঠনিক বদল হয়। পরিবর্তন হলে নিশ্চই সবাইকে কাজে লাগানো হবে। দায়িত্ব পেলে তা ঘোষণা করা হবে।”

এদিকে সামনেই তৃণমূলের ২১ জুলাই। কিছুদিন আগে রাজ্য সরকারের আমন্ত্রণে দিঘায় জগন্নাথ মন্দিরে সস্ত্রীক দিলীপ ঘোষের পদার্পণ থেকেই দিলীপের ‘ফুল’ বদলের জোরালো জল্পনা শুরু হয়েছে রাজনীতির আঙিনায়। তৃণমূলে যাচ্ছেন দিলীপ ঘোষ? মাঝে এমন প্রশ্নও উঠতে শুরু করেছিল।

dilip ghosh

আরও পড়ুন: ২১ জুলাই শহরের রাস্তায় সমস্যায় পড়লেই মিলবে পুলিশি সাহায্য, তিনটে হেল্পলাইন নম্বর জানালেন মনোজ বর্মা

যদিও এদিন দিলীপ বলেন, ২১ জুলাই শহীদ স্মরণ দিবস, খড়গপুরে প্রোগ্রাম রয়েছে কর্মীরা আসবেন। বাংলায় প্রায় আড়াইশো কর্মী তৃণমূল হিংসার বলি। তাদের শ্রদ্ধা জানাবো। এখনও কি ২১ তারিখ নিয়ে কোনও চমক রয়েছে? দিলীপ বললেন, ২১ তারিখ তো চলে যায়নি এখনও। দেখুন না কী হয়।