বাংলা হান্ট ডেস্কঃ একুশের বিধানসভা নির্বাচনের আগে দফায় দফায় প্রার্থী ঘোষণা করছে বিজেপি। এর আগে প্রথম দফায় ৫৭ জন প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছিল গেরুয়া শিবির থেকে। সেবার হেভিওয়েট প্রার্থী হিসেবে একমাত্র শুভেন্দু অধিকারীই ছিলেন। দ্বিতীয় দফায় দুজন প্রার্থী নাম ঘোষণা করেছিল বিজেপি। ওই দুজনের মধ্যে একজন ছিলেন অভিনেতা হিরণ চট্টোপাধ্যায়। ওনাকে দিলীপ ঘোষের খাস তালুক খড়গপুর সদর থেকে প্রার্থী করেছিল বিজেপি।
তৃতীয় দফায় ৬৩ জন প্রার্থীর নাম ঘোষণা করেছিল বিজেপি। ওই ৬৩ জন প্রার্থীর মধ্যে ছিল একাধিক চমক। অভিনেতা যশ দাশগুপ্তকে চণ্ডীপুর থেকে। অভিনেত্রী পায়েল সরকারকে বেহালা পূর্ব থেকে। সাংসদ লকেট চট্টোপাধ্যায়কে চুঁচুড়া থেকে। সাংসদ বাবুল সুপ্রিয়কে টালিগঞ্জ থেকে। সাংসদ নিশীথ প্রামাণিককে দিনহাটা থেকে প্রার্থী করেছিল বিজেপি। এছাড়াও রাজ্যসভার সাংসদ স্বপন দাশগুপ্তকে তারকেশ্বর থেকে প্রার্থী করেছিল বিজেপি।
আর এবার চতুর্থ দফায় প্রার্থী ঘোষণা করা হল গেরুয়া শিবির থেকে। দিল্লীতে বৈঠকের পর এই ঘোষণা করা হয়। চতুর্থ দফায় বারুইপুর পূর্ব থেকে চন্দন মণ্ডলকে, ফলতা থেকে বিধান পারুইকে, জগৎবল্লভপুর থেকে অনুপম ঘোষকে এবং উলুবেড়িয়া দক্ষিণ থেকে তারকা প্রার্থী পাপিয়া অধিকারীর নাম ঘোষণা করেছে বিজেপি।