বাংলা হান্ট ডেস্কঃ গত শুক্রবার থেকে সংবাদের শিরোনামে রয়েছে মুর্শিদাবাদ (Murshidabad Violence)। ওয়াকফ আইন (WAQF Act) বিরোধী প্রতিবাদ ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। তেতে ওঠে সামশেরগঞ্জ, সুতি, ধুলিয়ান সহ একাধিক এলাকা। শনিবারই সেখানে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। আস্তে আস্তে ‘নবাবের শহরে’র পরিস্থিতির উন্নতি হচ্ছে বলে খবর। এই আবহে ‘বিজেপি সমর্থিত’ একটি সংগঠনকে সেখানে যাওয়ার অনুমতি দিয়ে দিল উচ্চ আদালত।
একাধিক শর্ত বেঁধে অনুমতি দিয়েছে হাইকোর্ট (Calcutta High Court)!
আগামী শনিবার মুর্শিদাবাদে ত্রাণ বিতরণ করতে চায় ‘খোলা হাওয়া’ নামের একটি সংগঠন। এই নিয়ে রাজ্য প্রশাসনের দ্বারস্থ হলেও অনুমতি মেলেনি। জল গড়ায় কলকাতা হাইকোর্ট অবধি। বৃহস্পতিবার বিচারপতি অমৃতা সিনহার এজলাসে সেই মামলার শুনানি ছিল।
এদিন রাজ্যের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee) বলেন, ‘ওই সংগঠনের সভাপতি তারকেশ্বর কেন্দ্রে বিজেপি প্রার্থী হয়েছিলেন। ফলে এর পিছনে রাজনৈতিক কারণ থাকতে পারে। ক্ষতিগ্রস্তদের প্রতি রাজ্য সহানুভূতিশীল। প্রয়োজনীয় পদক্ষেপ করছে রাজ্য। এই মুহূর্তে কোনও সহায়তার দরকার নেই। এরপরেও কেউ যদি সাহায্য করতে চান, তাহলে জেলাশাসকের কাছে ত্রাণসামগ্রী পৌঁছে দিন’।
আরও পড়ুনঃ ‘দেশসেবা নয়, রোজগার করতে TMC-র আশ্রয় নেয় পুলিশ’! ভরা মঞ্চে বিস্ফোরক খোদ তৃণমূলেরই সাংসদ
পাল্টা মামলাকারীর আইনজীবী বলেন, রাজ্য পুলিশের ডিজির দাবি, মুর্শিদাবাদের পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। তা সত্ত্বেও সেখানে কেন যেতে দেওয়া হবে না? ‘শিশুদের খাদ্য, ত্রিপল প্রদান করা হবে। জেলাশাসক অনুমতি দেননি’, বলে দাবি করেন মামলাকারীর আইনজীবী।
উভয় পক্ষের সওয়াল-জবাব শোনার পর সংশ্লিষ্ট সংগঠনকে মুর্শিদাবাদ যাওয়ার অনুমতি দেন বিচারপতি সিনহা (Justice Amrita Sinha)। তাঁর পর্যবেক্ষণ, সেখানে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। সরকার ছাড়া যদি কেউ ত্রাণ দিতে চান, তাহলে আপত্তি কীসের? এর ফলে আইনশৃঙ্খলার অবনতি হতে পারে বলে আদালত মনে করছে না।
এরপরেই ‘খোলা হাওয়া’ সংগঠনকে মুর্শিদাবাদ যাওয়ার অনুমতি দেয় হাইকোর্ট। তবে বেশ কয়েকটি শর্ত বেঁধে দেওয়া হয়েছে। বিচারপতি সিনহার নির্দেশ, অশান্তিপ্রবণ অঞ্চলে তিনজনের একটি দল গিয়ে ত্রাণ সামগ্রী দেবে। ওই বিষয়ে ওখানকার জেলাশাসককে জানাতে হবে এবং ওখানে গিয়ে কোনও প্রকার উস্কানিমূলক মন্তব্য করা যাবে না।
উল্লেখ্য, মুর্শিদাবাদ কাণ্ড নিয়ে বর্তমানে সরগরম বাংলা। রাজ্য রাজনীতিতেও এর আঁচ এসে পড়েছে। এই আবহে ‘বিজেপি সমর্থিত’ একটি সংগঠনকে সেখানে যাওয়ার অনুমতি দিয়ে দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। একাধিক শর্ত বেঁধে এই অনুমতি প্রদান করেছেন বিচারপতি সিনহা।