বাংলা হান্ট ডেস্ক: কলকাতা হাইকোর্ট (Calcutta High Court) ক্লাবের নির্বাচনে উঠল গেরুয়া ঝড়। সোমবার প্রকাশিত ফলাফলে দেখা যায় যে, বিজেপি সমর্থিত ‘ন্যাশনালিস্ট প্যানেল’-এর প্রার্থীরা নির্বাচনে দুরন্ত ফলাফল করেছেন। শুধু তাই নয়, ন্যাশনালিস্ট প্যানেলের ১০ জন প্রার্থীর মধ্যে ৭ জনই জয়ী হয়েছেন।
কলকাতা হাইকোর্ট (Calcutta High Court) ক্লাবের নির্বাচনে উঠল গেরুয়া ঝড়:
প্রসঙ্গত উল্লেখ্য যে, আগামী বছরেই বিধানসভা নির্বাচনের আবহে যেখানে রাজনৈতিক ক্ষেত্র সরগরম হয়ে রয়েছে সেই আবহে কলকাতা হাইকোর্টে আইনজীবীদের মর্যাদাপূর্ণ এই ক্লাব নির্বাচন ছিল আলোচনার কেন্দ্রবিন্দুতে। যেখানে বিজেপি সমর্থিত প্রার্থীরা দাপট দেখিয়েছেন।
এদিকে, এই নির্বাচনে ‘ন্যাশনালিস্ট প্যানেল’-এর জয়ী প্রার্থীদের অভিনন্দন জানিয়ে কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার নেটমাধ্যমে লিখেছেন, “কলকাতা হাইকোর্ট ক্লাব নির্বাচনে ১০ টি আসনের মধ্যে ৭ টি আসনেই বিজয়ী হয়েছেন ভারতীয় জনতা পার্টি, পশ্চিমবঙ্গ সমর্থিত প্রার্থীরা। তাঁদের জানাই আন্তরিক শুভেচ্ছা এবং গৌরিক অভিনন্দন। বিজয়ীদের আগামী দিন হোক সাফল্য ও সম্মানে পরিপূর্ণ।”
আরও পড়ুন: ২০২৬-এই নয়া নজির গড়বে রিলায়েন্স! মালামাল হতে পারেন বিনিয়োগকারীরাও, সামনে এল মেগা প্ল্যান
এছাড়াও, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জানিয়েছেন, “কলকাতা হাইকোর্ট ক্লাবের নির্বাচনে ভারতীয় জনতা পার্টি লিগ্যাল সেল সমর্থিত জাতীয়তাবাদী প্যানেলের জয়ী প্রার্থীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।
জাতীয়তাবাদী প্যানেলের ১০ জন প্রার্থীর মধ্যে ৭ জন জয়লাভ করেছেন।” তিনি আরও জানান, “এই ফলাফল আইনজীবীদের পেশাদারিত্ব এবং জাতীয়তাবাদের অটুট চেতনার বিজয়। আমি সদস্যদের এই প্রার্থীদের প্রতি বিশ্বাস রাখার জন্য ধন্যবাদ জানাই। আশা করি যে আইনজীবীদের কল্যাণার্থে এবং বারের মর্যাদা অক্ষুণ্ণ রাখতে ও পশ্চিমবঙ্গে ন্যায়বিচারের কণ্ঠকে শক্তিশালী করার জন্যে এই দল অক্লান্ত পরিশ্রম করবে। সকলকে জাতীয়তাবাদী অভিনন্দন জানাই।”
আরও পড়ুন: GST হ্রাসের ইতিবাচক প্রভাব! শুধুমাত্র নভেম্বরেই সরকারের কোষাগারে এল ১.৭০ লক্ষ কোটি টাকা
ন্যাশনালিস্ট প্যানেলের জয়ী প্রার্থীরা:
সভাপতি – কল্লোল মন্ডল
সহ-সভাপতি – অনিন্দ্য বসু
সাধারণ সম্পাদক – অরুণ কুমার উপাধ্যায়
সহকারী সম্পাদক – মধু জানা
কোষাধ্যক্ষ – বিজিতেশ মুখোপাধ্যায়
কমিটির সদস্য – ঐশ্বরিয়া রাজ্যশ্রী ও পূজা সোনকার












