বাংলাহান্ট ডেস্কঃ সুব্রত বক্সি (Subrata Bakshi) এবং অনুব্রত মণ্ডলকে (Anubrata Mandal) বিজেপির পক্ষ থেকে ফোন করা হয়েছিল বলে অভিযোগ করলেন খোদ তৃণমূলনেত্রী মমতা ব্যনার্জী (Mamata Banerjee)। সেইসঙ্গে আরও জানালেন, বিজেপির তরফ থেকে ফোন করে ডাকা বৈঠকে অংশগ্রহণ করতে চান না এই দুই তৃণমূল নেতৃত্ব।
নির্বাচন যত এগিয়ে আসছে, রাজনৈতিক বাকযুদ্ধ এবং দলের ভাঙ্গা গড়া ততই বৃদ্ধি পাচ্ছে। কখনও প্রকাশ্য সভায় দাঁড়িয়ে বিজেপিকে একহাত নিচ্ছেন তৃণমূল নেতৃত্বরা। তো আবার কখনও চায়ে পে চর্চায় দাঁড়িয়ে শাসক দলের দিকে আক্রমণাত্মক বাণ ছুঁড়ে দুচ্ছেন বিজেপির নেতৃত্বরা। সবমিলিয়ে রাজনীতির মঞ্চ এখন গরমাগরম হয়ে উঠেছে। সকালে কেউ একটা মন্তব্য করলে, দুপুর গড়াতে না গড়াতেই বিরোধিপক্ষ তার পাল্টা দিচ্ছে।
আবারও বিজেপির বিরুদ্ধে সুর চড়িয়ে কৃষি বিলের বিরুদ্ধে কৃষকদের প্রতিবাদকে ইস্যু বানিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী বাংলাকে রক্ষা করতে সকল বঙ্গবাসীকে এগিয়ে আসার আহ্বান করে বলেন, ‘আলু, পেঁয়াজ, চাল কিছুই পাবেন না। লঙ্কায় গিয়ে রাবণ হয়েছে, বর্গী, ডাকাত এসেছে সব’।
এখানেই থামলেন না তৃণমূল সুপ্রিমো। বিরোধিপক্ষকে আরও কড়া ভাষায় আক্রমণ করে বললেন, ‘লোকসভা নির্বাচনে কোচবিহারে আমরা হেরে গেলেও, ওখানে যারা জিতেছে, তারা গুণ্ডামি করে জিতেছে। দেখুন, আমরা যাকে তাড়িয়ে দিয়েছিলেম দল থেকে, বিজেপি তাকেই আপন করে নিয়েছে। করোনা মহামারির সময়ে ভিনরাজ্য থেকে ফিরে আসা পরিযায়ী শ্রমিকদের কাজের সন্ধান করে দেওয়া হয়েছে, ট্রেনের ভাড়া, খাওয়া খরচা সব দিয়েছি আমরা। আর ওদের দেখুন কাজ নেই কর্ম নেই, শুধু মিথ্যার ফুলঝুড়ি আছে। মিথ্যের ডাস্টবিন!’