‘মু মে রাম নাম, বগলমে তিনকা’, ময়নাগুড়ির বিধায়কের পোস্ট ঘিরে অস্বস্তিতে বিজেপি শিবির

বাংলাহান্ট ডেস্কঃ বিজেপির (bjp) অন্দরের কোন্দল যেন থামার নামই নিচ্ছে না। একের পর এক নেতৃত্বের মধ্যে দেখা যাচ্ছে বিদ্রোহী হওয়ার প্রবণতা। কেউ কখনও ছাড়ছেন দলের হোয়াটস্যাপ গ্রুপ, আবার কেউ করছেন বিস্ফোরক পোস্ট। এবার ফেসবুকে এক বিস্ফোরক পোস্ট করলেন জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ির (mainaguri) বিধায়ক কৌশিক রায় (kaushik roy)।

স্যোশাল মিডিয়ায় লিখলেন, ‘মু মে রাম নাম, বগলমে তিনকা। সমাধান না হয়, সেই পর্যন্ত, সমস্ত রাজনৈতিক কর্মসূচি থেকে নিজেকে বিরত রাখতে বাধ্য হলাম। জয় শ্রীরাম!’ বিজেপি বিধায়কের এমন কর্মকাণ্ডের জন্য তোলপাড় শুরু হল বঙ্গ রাজনীতিতে।

kjbvkvn

তবে এই বিষয়ে জেলা সভাপতি বাপি গোস্বামীর দিকে অভিযোগের একটা আঙ্গুল তুলেছেন ময়নাগুড়ির প্রাক্তন ব্লক সভাপতি তথা বিজেপির জলপাইগুড়ি জেলা কমিটির সদস্য অনুপ পাল। তিনি বলেন, ‘দলীয় কর্মসূচির কোনও খবর দেওয়া হচ্ছিল না বিধায়ককে। আবার ময়নাগুড়িতে পৌরসভা নির্বাচনের টাউন মণ্ডল বা গ্রামীণ মণ্ডল তৈরী করতেও বিধায়কের কোন মতামত নেওয়া হয়নি’।

নিজের দিকে ওঠা অভিযোগের পরিপ্রেক্ষিতে আবার জেলা সভাপতি বাপি গোস্বামী জানান, ‘দলের সাধারণ কর্মীদের গুরুত্ব দেওয়াই আসল, তারাই দলের সম্পদ। বিধায়ক যে কেন এমন পোস্ট করলেন, তা জানি না। আজ যদি দল ক্ষমতায় থাকত, তাহলে কি উনি এমন পোস্ট করতে পারতেন?’

তবে স্যোশাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট করার পর, সোমবার রাতে বিধায়ক কৌশিক রায় নিজের ফেসবুক পোস্ট নিয়ে বিশদে কিছু না বললেও, তিনি বলেন, ‘বর্তমান করোনার বাড়বাড়ন্ত হওয়ায়, এমন সিদ্ধান্ত’।


Smita Hari

সম্পর্কিত খবর