বাংলাহান্ট ডেস্ক : যে কোন নির্বাচন এই প্রার্থী তালিকায় বড়সড়ো চমক দিতে চায় যে কোন রাজনৈতিক দল। এবারের লোকসভা নির্বাচন কিন্তু তার ব্যতিক্রম নয়। প্রার্থী তালিকায় বিরাট চমক দিল বিজেপি (BJP)। মুম্বাই হামলার (Mumbai Attack) চক্রি আজমল কাসভকে ফাঁসিতে ঝুলানোর ক্ষেত্রে সব থেকে বড় অবদান ছিল আইনজীবী উজ্জ্বল নিকমের।
এবারের লোকসভা নির্বাচনে সেই আইনজীবী উজ্জ্বল নিকমকে টিকিট দিল বিজেপি। উত্তর-মধ্য মুম্বই লোকসভা কেন্দ্র থেকে বর্ষীয়ান আইনজীবী উজ্জ্বল নিকম বিজেপির টিকিটে লড়াই করবেন। নিজের কর্মজীবনে আইনজীবী হিসেবে এখনো পর্যন্ত বহু গুরুত্বপূর্ণ মামলার দায়িত্ব সামলেছেন স্পেশ্যাল পাবলিক প্রসিকিউটর উজ্জ্বল নিকম।
আরোও পড়ুন : আর দরকার নেই জল ঢালার! এই পদ্ধতিতেই ছাদ হবে বরফের মত ঠান্ডা, ঘর হবে ভীষণ কুল
তার মধ্যে সবথেকে অন্যতম বলে ধরে নেওয়া হয় মুম্বাইয়ের ২৬/১১ জঙ্গি হামলার মামলা। সেই মামলার রায় কি হতে চলেছে তার ওপর নজর ছিল গোটা দেশের। জানা যায়, মুম্বাই হামলার নেপথ্যে জড়িত একমাত্র জীবিত জঙ্গি আজমল কাসভকে ফাঁসিতে ঝোলানোর পেছনে অন্যতম মাথা ছিলেন বর্ষীয়ান আইনজীবী উজ্জ্বল নিকম।
আরোও পড়ুন : কাদের জন্য বাড়ছে লোডশেডিং?এবার ফাঁস হল আসল ব্যাপার,পরিস্থিতি সামলাতে তৎপর বিদ্যুৎ দপ্তর
তাঁর কৃতিত্ব এখানেই শেষ নয়। তিনি জঙ্গিদের বিপক্ষে লড়াই করেছেন ১৯৯৩ সালের মুম্বই বিস্ফোরণ মামলাতে। বিগত ১০ বছর ধরে মুম্বাই যে বিজেপির গড় আর বলার অপেক্ষা রাখে না। বর্তমানে উজ্জ্বল নিকম যে কেন্দ্রে টিকিট পেয়েছেন সেখানে এর আগে দুবার বিজেপির সাংসদ হিসেবে নির্বাচিত হন প্রয়াত প্রবাদপ্রতিম বিজেপি নেতা প্রমোদ মহাজনের কন্যা তথা বিজেপি নেত্রী পুনম মহাজন।
তবে এবার আর টিকিট পাননি তিনি। উজ্জ্বল নিকমের বিপক্ষে লড়বেন কংগ্রেসের বর্ষা গায়কোয়াড়। বর্তমানে তিনি মুম্বাই কংগ্রেসের সভাপতি হওয়ার পাশাপাশি ধারাভির বিধায়ক। এবারে বিজেপির পাশে নেই উদ্ধব ঠাকরে। তাই এবারের লড়াইটা বিজেপির পক্ষে বেশ কঠিন। সেক্ষেত্রে উজ্জ্বলকে প্রার্থী করে সন্ত্রাসবাদ বিরোধী মুখ হিসেবে তাঁকে তুলে ধরে দেশে জুড়ে জাতীয়তাবাদের বার্তা দিচ্ছে বিজেপি।