বাংলা হান্ট ডেস্কঃ চলছে লোকসভা নির্বাচন। মিটেছে ষষ্ঠ দফার ভোট পর্ব। শনিবার দিনভর বিক্ষিপ্ত অশান্তির খবর উঠে আসে তমলুক থেকে। আর এই অশান্তি বিক্ষোভ সব মিলিয়ে সংবাদ শিরোনামে ছিলেন বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Gangopadhyay)। ভোটের দিন একাধিকবার তৃণমূলের বিক্ষোভের মুখে পড়েন তিনি। সকাল থেকেই মেজাজ ঠিক ছিলনা প্রাক্তন বিচারপতির। এরপর দিন শেষে এক সাক্ষাৎকার দিতে গিয়ে সংবাদমাধ্যমের ওপর ক্ষোভ ওগরালেন বিজেপি প্রার্থী (BJP Candidate)।
ভোটের শুরু থেকেই রাজ্য পুলিশের ভূমিকায় অসন্তুষ্ট অভিজিৎ পরোক্ষে তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেন। তার দাবি ছিল, পুলিশ ‘ভাইপোর’ অঙ্গুলিহেলনে কাজ করছে। আর সেদিনই এক জনপ্রিয় বাংলা চ্যানেলে সাক্ষাৎকার দিতে গিয়ে সাংবাদিকের উদ্দেশে প্রাক্তন বিচারপতির মন্তব্য, ‘ভাইপোর চামচাগিরি করেন।’
নিজের কেন্দ্রে ভোট মোটের ওপর ভালো হয়েছে বলেও রাজ্য পুলিশের ভূমিকায় প্রশ্ন তোলেন অভিজিৎ। শেষ দফার আগে রাজ্যের পুলিশ ব্যবস্থা কেন্দ্রীয় সরকারের হাতে তুলে দেওয়া উচিত বলেও দাবি করেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এখানেই সাংবাদিক প্রশ্ন করেন তিনি যা দাবি করছেন তার কোনও সাংবিধানিক নিয়ম রয়েছে কিনা। কারণ ভোটের সময় রাজ্যের আইন ব্যবস্থা নির্বাচন কমিশনের আওতায় থাকে।
আরও পড়ুন: নজিরবিহীন! ভোটের মাঝেই কর্মীদের জন্য নয়া নির্দেশিকা জারি করল সরকার, DA নিয়ে কী আপডেট?
সাংবাদিকের প্রশ্ন শুনে পাল্টা অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, ”সবকিছুর জন্য সংবিধান লাগে নাকি? এই যে চ্যানেলে আপনি কাজ করেন মাইনে পান তার সাংবিধানিক নিয়ম আছে নাকি? খুব ভুল ধারণা। এই ধারণা নিয়ে সাংবাদিকতা করবেন না।” সাংবাদিক জিজ্ঞেস করেন আজকে কী আপনার মাথাটা একটু গরম আছে? আজকে উত্তেজিত দেখছি? এই প্রশ্নের পাল্টা কটাক্ষের সুরে অভিজিৎ বলেন ”সব সময় বিনম্রভাবে কথা বলার অর্থ আপনাদের মতো ভাইপোর চামচাগিরি করা নয়।”
অভিজিৎ আরও বলেন, “আপনারা যখন-তখন চামচাগিরি করবেন আর আমরা মাথা ঠান্ডা করে উত্তর দিয়ে যাব, এটা ভাববেন না। আপনারা তো ওনার পেইড স্টাফ।” সাংবাদিক পাল্টা প্রশ্ন করলে তার উদ্দেশে ‘আপনি আর্তনাদ করতে থাকুন, আমার বাজে বকার সময় নেই’ বলে সাক্ষাৎকার ছেড়ে চলে যান বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়।