পদত্যাগ করছেন মমতা বন্দ্যোপাধ্যায়? ভোটের মাঝেই বিরাট দাবি অভিজিতের, শোরগোল রাজ্যে

বাংলা হান্ট ডেস্কঃ শুরু হয়ে গিয়েছে লোকসভা নির্বাচন। আগামী সপ্তাহে দ্বিতীয় দফার নির্বাচন রাজ্যে। বর্তমানে শেষ মুহূর্তের প্রচারে ব্যস্ত সকল রাজনৈতিক দল। এদিন তমলুকের (Tamluk) হেভিওয়েট বিজেপি (BJP) প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের (Abhijit Gangopadhyay) সমর্থনে নিজের জেলায় জোড়া সভা করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর সেই সভা থেকেই রাজ্যের মুখ্যমন্ত্রীকে নিয়ে বোমা ফাটালেন প্রাক্তন জাস্টিস।

‘পদত্যাগ করতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়’, এদিনের সভা থেকে এমনই মন্তব্য করতে শোনা গেল অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে। ভরা সভায় দাঁড়িয়ে প্রাক্তন বিচারপতি বলেন, ‘তৃণমূলের দালালরা যদি ভোট চাইছে আসে তাহলে তাদের জিজ্ঞেস করবেন যে অন্ন-বস্ত্র-বাসস্থান যা দেওয়ার প্রতিশ্রুতি করেছিল এই তৃণমূল সরকার, সেগুলি কোথায়?’

এরপরই বিস্ফোরক মন্তব্য করে অভিজিৎ বলেন, ‘আমরা ইতিমধ্যেই বুঝে গিয়েছি বাংলায় ৪২টি আসনের মধ্যে ২৫টি আসন পেতে চলেছে বিজেপি। আর আমাদের কাছে এও খবর আছে, যে মমতা বন্দ্যোপাধ্যায় নাকি পদত্যাগের তোড়জোড় করছেন। কারণ বুঝে গিয়েছেন ওনার পক্ষে আর বাংলা চালানো সম্ভব নয়। উনি চুরির রানি হিসেবে পরিচিত হয়েই গেছেন। এবার বদল আনতে হবে।’

মমতার পদত্যাগের এই মন্তব্য নিয়ে ইতিমধ্যেই জোর চৰ্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। উল্লেখ্য, লোকসভা ভোটের কিছুদিন আগেই বিচারপতির আসন ছেড়ে রাজনীতির ময়দানে যোগ দিয়েছেন অভিজিৎ। আর রাজ্যের প্রধান বিরোধী দল গেরুয়া শিবিরে যোগদান করেই ঝাঁঝালো অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এর আগেও একাধিকবার দুর্নীতি ইস্যু নিয়ে রাজ্য সরকারকে তুলোধোনা করেছেন অভিজিৎ। আর এবার মুখ্যমন্ত্রীর পদত্যাগের মন্তব্য করে ভোটের মাঝেই শোরগোল ফেলে দিলেন।

tmc to complaint against bjp candidate abhijit ganguly to election commission eci

আরও পড়ুন: ‘SILK’ শব্দটি ব্যবহারের অধিকার শুধুমাত্র একটি মাত্র সংস্থার? বার্জার মামলায় বিরাট রায় হাইকোর্টের

প্রসঙ্গত, তমলুক লোকসভা কেন্দ্রের অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিপরীতে দাঁড়াচ্ছেন তৃণমূলের তরুণ মুখ দেবাংশু ভট্টাচার্য। এর কেন্দ্রের অন্তর্গত ৭টা বিধানসভার মধ্যে রয়েছে শুভেন্দু অধিকারীর গড় নন্দীগ্রামও। ২০২১ বিধানসভা নির্বাচনে এই কেন্দ্রেই তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করে জয়ী হয়েছিলেন শুভেন্দু। আর এবার সেই শুভেন্দুর হাত ধরেই তমলুকে অভিজিৎ পদ্ম ফোটাতে পারে কিনা সেটাই দেখার।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর