মোবাইল সুইচ অফ! হঠাৎ অসুস্থ কৃষ্ণনগরের BJP প্রার্থী, কী হয়েছে ‘রাজমাতা’র? এবার সব ‘ফাঁস’

বাংলা হান্ট ডেস্কঃ মহুয়া গড়ে বিজেপির চমক রাজমাতা। ওদিকে উনিশের লোকসভা ভোটের পর চব্বিশেও কৃষ্ণনগরে তৃণমূল বাজ মহুয়া মৈত্র (Mahua Moitra)। দুই প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে, এমনটাই বলছে একাধিক সমীক্ষার ফল। এরই মাঝে লোকসভা ভোট শুরুর ৪ দিন আগে হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন কৃষ্ণনগরের বিজেপি প্রার্থী অমৃতা রায় (Krishnanagar BJP Candidate Amrita Roy)। তাকে বিশ্রামের পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা। আপাতত বাড়িতেই রয়েছেন তিনি।

এই প্রথমবার ভোটের ময়দানে রাজমাতা অমৃতা রায়। অন্যদিকে যুযুধান প্রতিপক্ষ তৃণমূলের মহুয়া। নিজের ঝাঁঝালো মন্তব্যে রাজ্য থেকে দেশের রাজনীতি কাঁপিয়ে রাখেন তিনি। তাকে টেক্কা দেওয়া যে অত সোজা বয় তা বিজেপি প্রার্থী জানেন। নির্বাচনের আগে বিগত কয়েকদিন লাগাতার প্রচার করেছেন অমৃতা।

চৈত্র মাসের শেষের গরমে কখনও হুড খোলা গাড়িতে সেরেছেন প্রচার। তো কখনও পায়ে হেঁটেই চলছে কাজ। রাজবাড়ির গণ্ডি পেরিয়ে সাধারণ মানুষের সাথে মিশে গিয়ে জোর কদমে প্রচার চালিয়েছেন রাজমাতা। তবে এরই মাঝে বিপত্তি।

বয়স হয়েছে রাজমাতা অমৃতা রায়ের। তার পরিবার সূত্রে খবর, নববর্ষের দিনই প্রচারের বেরিয়েছিলেন তিনি। সেই সময়ই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন বিজেপি প্রার্থী। তড়িঘড়ি চিকিৎসক ডাকা হলে তাকে আপাতত বিশ্রাম নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। গতকালই বেশ কিছু পরীক্ষানিরীক্ষাও হয়েছে তার। তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।

amrita roy krishnanagar rani maa joined bjp

আরও পড়ুন: অভিষেকের কপ্টারে আয়কর হানাই হয়নি? তবে কারা ছিলেন তারা? মুখ খুললেন এক আধিকারিক

জানা গিয়েছে ওয়েদার চেঞ্জের কারণেই অসুস্থতা। তীব্র গরমে অসুস্থ হয়ে পড়েছেন তিনি। ভোটের মুখে এভাবে অসুস্থ হয়ে পড়ায় আপাতত তিনি প্রচারে বেরোবেন কিনা সেই বিষয় অনিশ্চিত। জানা গিয়েছে, বন্ধ রয়েছে বিজেপির মোবাইল। তাই তার প্রচারের বিষয়ে দল তরফেও কিছু জানানো হয়নি।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর