প্রচারে বেরোতেই BJP প্রার্থীকে লক্ষ্য করে ছোঁড়া হল জুতো, ঘটনা ঘিরে তুলকালাম কাণ্ড ঘাটালে

ভোটমুখী বাংলায় নির্বাচনী প্রচার ঘিরে একেরপর এক চাঞ্চল্যকর ঘটনা সামনে আসছে। বিধানসভা ভোটে রাজ্যের ‘হটস্পট’ নন্দিগ্রামে (Nandigram )  মমতা বন্দ্যোপাধ্যায় ( Mamata Banerjee ) থেকে শুভেন্দু  অধিকারীর ( Suvendu Adhikari ) প্রচারে ধুন্ধুমার কাণ্ডের পর এবার খবরের শিরোনামে উঠে এল ঘাটাল ( Ghatal )। সেখানে আজ প্রচারে গিয়েছিলেন বিজেপি প্রার্থী ( BJP Candidate )  শীতল কপাট ( Shital Kopat ) । তারপরই ঘটল বিপত্তি। প্রচারে গিয়ে বাধার সম্মুখীন হন তিনি। এমনকি বচসা বাধে তৃণমূল-বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে। যার ফলে পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে পশ্চিম মেদিনীপুর জেলার ৮ নম্বর অঞ্চলের কোতুলগ্রামে।

জানা যাচ্ছে, এদিন প্রচারে বেরিয়ে বাধার মুখে পড়েন শীতল কপাট। যা নিয়ে প্রতিবাদ জানায় স্থানীয় বিজেপি কর্মী-সমর্থকরা। বিজেপির অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা শীতল কপাটের উপর আক্রমণ করে। এমনকি তাকে লক্ষ্য করে ছোঁড়া হয় জুতো পর্যন্ত। যা নিয়ে হাতাহাতিতে জড়িয়ে পড়ে বিজেপি ও তৃণমূলের কর্মী-সমর্থকরা। বিজেপির তরফে এও জানানো হয় যে, ঘটনায় কয়েকজন বিজেপি কর্মীর মাথা ফেটে গিয়েছে।

ghatal content

বিজেপির ( BJP ) আরও অভিযোগ, তৃণমূল প্রার্থী শঙ্কর দলুইয়ের নেতৃত্বে এই পরিকল্পিত হামলা হয়েছে। এমনকি প্রার্থী শীতল কপাট এও দাবি করেন যে, আজ থেকেই এলাকায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন না করা হলে এলাকায় আর সাধারণ মানুষকে খুঁজে পাওয়া যাবে না। তবে বিজেপির এই অভিযোগ একেবারেই উড়িয়ে দিয়েছে তৃণমূল। তৃণমূল প্রার্থী শঙ্কর দালুই দাবি করেন, এমন কাজ তৃণমূল কর্মী-সমর্থকরা করতে পারে না। তদুপরি তিনি, বিষয়টি দেখবেন বলেও জানান।

ঘটনার খবর পেয়ে তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছোয় বিশাল পুলিশ বাহিনী। ভোট বাংলার দরজায় কড়া নাড়ছে। এমন সময়ই এহেন ঘটনার পিছনে কে বা কারা যুক্ত আছে, তা বিস্তারিত ভাবে খতিয়ে দেখছে পুলিশ বলে জানানো হয়।

সম্পর্কিত খবর