বুথের মধ্যে রাজ্য পুলিশের কর্মী! সোজা বের করে দিলেন বিজেপি প্রার্থী দেবজিৎ সরকার

বাংলাহান্ট ডেস্কঃ তৃতীয় দফার নির্বাচনে বুথের মধ্যে রাজ্য পুলিশের (state police) ঢুকে যাওয়া নিয়ে প্রতিবাদ করলেন বিজেপি (bjp) প্রার্থী। জাঙ্গিপাড়ার (Jangipara) ডি এম হাই স্কুলের বুথের ঘটনায় উত্তেজিত হয়ে ওঠে পরিস্থিতি। সেখানে উপস্থিত হয়ে বিজেপি প্রার্থী দেবজিৎ সরকার, (Debjit Sarkar) সেখানের বুথ থেকে বের করে দিলেন রাজ্য পুলিশের কর্মীদের।

অভিযোগ জানিয়ে দেবজিৎ সরকার জানান, ‘যেখানে কেন্দ্রীয় বাহিনী থাকার কথা সেখানে কেন রাজ্য পুলিশ যাবেন? অনাদের কাজ হচ্ছে বাইরে থেকে সবকিছু মেইনটেইন করা। ওনারা কেন বুথের ভেতরে ঢুকে যাবেন? লাইন ঠিক করার জন্য এখানে কেন ঢুকবে রাজ্য পুলিশ? আমি সমস্ত প্রিসাইডিং অফিসারদের জানিয়েছি এবং ওপরেও জানাবো।

cbcbckj

এখানেই শেষ নয়, রাজ্য পুলিশের বিরুদ্ধে লাইনে দাঁড়িয়ে মানুষকে প্রভাবিত করার অভিযোগ তুললেন বিজেপি প্রার্থী দেবজিৎ সরকার। তিনি অভিযোগ করেন, ‘ওনারা লাইনে দাঁড়িয়ে মানুষের সঙ্গে কথা বলছেন। এমনকি তাদের প্রভাবিত করারও চেষ্টা করছেন’।

রাজ্য পুলিশের ভূমিকা নিয়ে অসন্তুষ্ট হয়ে তিনি বলেন, ‘উনি আমার এজেন্টকে বলেছেন, গেরুয়া জামা পড়বেন না, খুলে বসুন। কিন্তু এজেন্টের জামার রং কি হবে তা নিয়ে কেন রাজ্য পুলিশ কথা বলবেন? উনি কি জামার রংও ঠিক করে দেবেন? তারউপর সারারাত ধরে বাইক বাহিনীর দাপট চলেছে গোটা এলাকায়।


Smita Hari

সম্পর্কিত খবর