বাংলাহান্ট ডেস্কঃ রাস্তায় বালির গাড়ি থামিয়ে টাকা তোলার অভিযোগ উঠল থানার কর্মীর বিরুদ্ধে। পিংলার (pingla) বিজেপি (bjp) প্রার্থী অন্তরা ভট্টাচার্য এবং তাঁর সদস্যরা খোদ এই ঘটনার অভিযোগ করেছেন। তাদের অভিযোগের ভিত্তিতে সেখানে পুলিশের গাড়িকে দু’ঘণ্টা আটকেও রাখেন তাঁরা।
ঘটনার বিবরণে পিংলার বিজেপি প্রার্থী অন্তরা ভট্টাচার্য জানিয়েছেন, প্রচার সেরে বাড়ি ফেরার পথে তাঁরা দেখেন বালি বোঝাই গাড়ির চালককে ধরে মারধর করছেন পিংলা থানার কর্মী বাপ্পা। পাশেই দাঁড়িয়েছিল পুলিশের গাড়ি। তিনি তাঁর গাড়ি থেকে নেমে ঘটনার বিষয়ে জানতে চাইলে, আরও অনেকে সেখানে চলে আসেন। প্রায়শই পিংলা থানার পুলিশ গাড়ি চালকদের থেকে এভাবে টাকা নেয় বলে অভিযোগ তাদের। তাদের এখন দাবি, বাপ্পাকে সেখানে ডেকে নিয়ে গিয়ে গাড়ি চালকের কাছ থেকে ক্ষমা চাইতে হবে।
এবিষয়ে পিংলা থানায় এক পুলিশ কনস্টেবল আব্দুল মান্নান খান জানান, ‘বাপ্পা থানারই লোক, তবে পুলিশ নয়। থানায় কাজ করে। আমরা মোবাইল ডিউটিতে বেরোলে বাপ্পা একটা বালির গাড়ি আকটায়। গাড়ি চালককে মারধর করলে অন্তরা ভট্টাচার্য ঘটনাটি দেখতে পান এবং বাপ্পা পালিয়ে গেলেও তাঁর ছেলেরা আমাদের সেখানে আটকে দেয়’।
অন্যদিকে গাড়িচালক শেখ গুজুউদ্দিন জানিয়েছেন, ‘গাড়ি নিয়ে কাঁথি যাবার পথে জামনা মোড়ের কাছে পুলিশকে ১০ হাজার টাকা চায়। কিন্তু আমি ২০০ টাকা দিই। পুলিশ কর্মীরা তখন বাপ্পা নামের একজনকে ফোন করে ডাকল এখানে। সে এসে বলল, গাড়ি চালাতে গেলে নাকি মান্থলি দিতে হবে’।