বাংলা হান্ট ডেস্কঃ তৃণমূলের ‘পুরনো সৈনিক’দের মধ্যে একজন ছিলেন। তবে চব্বিশের লোকসভা ভোটের আগে ‘ফুলবদল’ করেন তাপস রায় (Tapas Roy BJP)। ঘাসফুল ছেড়ে পদ্ম শিবিরে যোগ দেন তিনি। আসন্ন নির্বাচন তাঁকে কলকাতা উত্তর থেকে দাঁড় করিয়েছে দল। এরপর থেকেই প্রাক্তন দলের বিরুদ্ধে সরব হয়েছেন তাপস। নিশানা করেছেন কলকাতা উত্তরের সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়কেও।
আসন্ন ভোটে কলকাতা উত্তর কেন্দ্রের দিকে নজর থাকবে অনেকের। প্রবীণ দুই রাজনীতিকের লড়াই জমে যাবে বলে মত ওয়াকিবহাল মহলের। ব্রিগেডের জনগর্জন সভা থেকে সুদীপের নাম ঘোষণা করেছিল তৃণমূল (TMC) শিবির। রবিবার তাপস রায়ের (Tapas Roy) নাম ঘোষণা করে বিজেপি। এরপর থেকেই দলীয় কর্মী এবং অনুগামীদের নিয়ে জোরকদমে প্রচার শুরু করে দেন তিনি।
বিগত প্রায় দু’দশক ধরে যে দলের অংশ ছিলেন ভোটপ্রচারে (Lok Sabha Election 2024) বেরিয়ে সেই তৃণমূলকেই নিশানা করেন তাপস। বিজেপি (BJP) প্রার্থী বলেন, ‘দুর্নীতির পর দুর্নীতি! এর আগে এই রাজ্যের কোনও সরকারের আমলে এমনটা দেখা যায়নি। শিক্ষা দফতরের আমলারা জেলবন্দি। সন্দেশখালিতে মা-বোনেদের ওপর অত্যাচার হয়েছে। রাত ১২টার সময় ডেকে পাঠানো হতো পার্টি অফিসে। সেই শেখ শাহজাহান। উত্তম সর্দার, শিবু হাজরাদের পাশে সরকার দাঁড়াচ্ছে। এবারের নির্বাচনে তাঁদের বিরুদ্ধে ভোট দেওয়ার জন্য সাধারণ মানুষ মুখিয়ে আছে’।
আরও পড়ুনঃ একি কাণ্ড! লোকসভা ভোটের আগেই ফিরছেন কেষ্ট? বোলপুর জুড়ে হঠাৎ যা হচ্ছে…তুঙ্গে জল্পনা
এখানেই না থেমে কলকাতা উত্তরের তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়কে (Sudip Banerjee) নিশানা করেন তাপস। নাম না করেই বলেন, স্থানীয় সাংসদকে এলাকায় দেখতেই পাওয়া যায় না। বিগত ৫ বছর কলকাতা উত্তর নিয়ে সংসদে সুদীপ একটাও প্রশ্ন করতে পারেননি বলেও দাবি করেন বিজেপি প্রার্থী!
তাপস বলেন, ‘যিনি এখানকার সাংসদ, তাঁকে তো এখানে দেখতেই পাওয়া যায় না। তৃণমূল কংগ্রেসের কর্মী, জনপ্রতিনিধিরাই ওনাকে দেখতে পান না। বিগত ৫ বছরে কলকাতা উত্তর নিয়ে সংসদে একটা প্রশ্ন করার সময় পান না। অথচ সেই মানুষটাই নিজেকে সাংসদ বলে জাহির করেন। উত্তর কলকাতার মানুষের কাছে ওনার ভোট চাওয়ার কি কোনও অধিকার আছে?’