AAP মন্ত্রী সিসোদিয়াকে ভগৎ সিংয়ের সঙ্গে তুলনা! কেজরীবালের উপর চটলেন বিপ্লবীর পরিবার

বাংলা হান্ট ডেস্কঃ একের পর এক দুর্নীতি ইস্যুতে জড়িয়ে চলেছেন দলীয় নেতারা। অস্বস্তিতে আম আদমি পার্টি (Aam Admi Party) আর এর মাঝেই আপ নেতা মণীশ সিসোদিয়াকে (Manish Sisodia) সিবিআই (CBI) জেরা প্রসঙ্গে মন্তব্য প্রকাশ করতে গিয়ে স্বাধীনতা সংগ্রামী ভগৎ সিং-এর (Bhagat Singh) সঙ্গে তাঁর তুলনা টেনে বসেন দিল্লি (Delhi)  মুখ্যমন্ত্রী তথা আপ প্রধান অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal)। এই ঘটনার দরুণ ইতিমধ্যেই শোরগোল পড়ে গিয়েছে সর্বত্র। কেজরিওয়ালের সমালোচনায় সরব হয়েছেন ভগৎ সিংয়ের ঘনিষ্ঠ আত্মীয় আর এবার তাঁর বিরুদ্ধে কটাক্ষ ছুড়ে দিলেন বিজেপি (BJP) এবং কংগ্রেস (Congress) নেতা মন্ত্রীরা।

সাম্প্রতিক সময়ে দিল্লিতে উঠে চলা দুর্নীতির অভিযোগে একের পর এক আম আদমি পার্টি নেতাদের তলব করে চলেছে তদন্তকারী সংস্থা। এক্ষেত্রে সম্প্রতি মণীশ সিসোদিয়াকে দীর্ঘ ৯ ঘন্টার ওপর সময় ধরে জিজ্ঞাসাবাদ করে সিবিআই। এই সকল প্রসঙ্গ টেনে অরবিন্দ কেজরিওয়াল টুইট করে লেখেন, “জেলখানা এবং ফাঁসি স্বাধীনতা সংগ্রামী ভগৎ সিংকে তাঁর সংকল্প থেকে দূরে সরাতে পারেনি। এটা স্বাধীনতা দ্বিতীয় লড়াই হতে চলেছে। সত্যেন্দ্র এবং মণীশ সিসোদিয়া আমাদের ভগৎ সিং। বর্তমানে দেশ এমন একজন শিক্ষামন্ত্রী পেয়েছে, যিনি শিক্ষার আলো গরিবদের মধ্যে পৌঁছে দিতে সক্ষম হয়েছে।” তাঁর এই মন্তব্যের পর ইতিমধ্যেই বিতর্ক তুঙ্গে উঠেছে।

কেজরিওয়ালের মন্তব্য প্রসঙ্গে ভগৎ সিং-এর ঘনিষ্ঠ আত্মীয় হরভজন সিং ধাথে বলেন, “বিপ্লবীদের সঙ্গে অপরাধীদের তুলনা টানা অনুচিত। উনি পঞ্জাবের পরিস্থিতির দিকে নজর দিন, তাহলে ভালো হবে। যারা দুর্নীতির অভিযোগে ধরা পড়ে চলেছে, তাদের সঙ্গে শুধুমাত্র ভগৎ সিং নন, অন্যান্য স্বাধীনতা সংগ্রামীদের তুলনা টানা উচিত নয়।” পরবর্তীতে তিনি আরো বলেন, “ক্ষমতায় আসা ভগৎ সিংয়ের উদ্দেশ্য ছিল না। পঞ্জাবের দিকে নজর দিন উনি (অরবিন্দ কেজরিওয়াল)। যেভাবে ওনার নেতারা মাসের পর মাস জেলবন্দি, সেখানে তাদের সঙ্গে ভগৎ সিংয়ের তুলনা টানা চরম লজ্জাজনক।”

পাশাপাশি কেজরিওয়ালের টুইটের সমালোচনায় সরব হয়েছেন কংগ্রেস এবং বিজেপি নেতারা। এই প্রসঙ্গে বিজেপি মুখপাত্র গৌরব ভাটিয়া বলেন, “কেজরিওয়াল বর্তমানে নিজেকে ঈশ্বর এবং মন্ত্রীদের স্বাধীনতা যোদ্ধাদের সঙ্গে তুলনা করে চলেছেন। এর জন্য ওনার লজ্জিত হওয়া উচিত। ভগৎ সিং দেশের জন্য জীবন দিয়েছিলেন। ওনার সঙ্গে দুর্নীতিতে অভিযুক্ত ব্যক্তিদের তুলনা করা কখনোই উচিত নয়।” বিজেপি সাংসদ মনোজ তিওয়ারি আরো এক ধাপ অগ্রসর হয়ে বলেন, “অরবিন্দ কেজরিওয়াল ভগৎ সিংয়ের সঙ্গে তাঁর মন্ত্রীদের যেভাবে তুলনা টেনে চলেছেন, তা অপমানজনক।”

1600x960 1278744 arvind kejriwal

অপরদিকে কংগ্রেসের দাবি, “আম আদমি পার্টি মন্ত্রীদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠে চলেছে আর অপরদিকে সেই অভিযুক্তদের সঙ্গে স্বাধীনতা সংগ্রামী ভগৎ সিংয়ের তুলনা করা হচ্ছে। এটা অত্যন্ত জঘন্য রাজনৈতিক কাজের পরিচয়। এর তীব্র নিন্দা জানাই আমরা।”


Sayan Das

সম্পর্কিত খবর