রাজ্যসভার নির্বাচনে স্বপ্ন ভাঙল বিজেপির! সেঞ্চুরি হল না গেরুয়া শিবিরের

বাংলাহান্ট ডেস্ক : রাজ্যসভা নির্বাচনে আসন সংখ্যায় ১০০ পার করতে পারল না বিজেপি। বর্তমানে রাজ্যসভায় বিজেপির সদস্য সংখ্যা ৯৫। শুক্রবার ৫৭ টি আসনের জন্য নির্বাচন হয়। সেই ৫৭ জন সদস্যকে ধরে এই মুহুর্তে রাজ্যসভার সদস্য সংখ্যা ২৩২। যার মধ্যে বিজেপির সদস্য সংখ্যা ৯৫ জন।

জানা যাচ্ছে, সম্প্রতি অবসর নেবেন এমন সদস্যের মধ্যে বিজেপি সদস্য সংখ্যা ২৬। কিন্তু নির্বাচনে বিজেপি জিতেছে ২২ টি আসন। তাই রাজ্যসভায় বিজেপির সদস্য সংখ্যা ৯৫ থেকে কমে দাঁড়াবে ৯১। এবারে নির্বাচন হয় ৫৭ টি আসনের জন্য। বিজেপি তার মধ্যে জেতে ২২ টি আসন। বিজেপির লক্ষ্য ছিল রাজ্যসভায় তাদরে সমর্থিত আসন সংখ্যা ১০০ পেরোনোর। কিন্তু বিজেপির সেই স্বপ্ন স্বপ্নই রয়ে গেল। ৯১ তেই আটকে গেল তারা।

জানা যাচ্ছে, নির্বাচন কমিশন রাজ্যসভার ৫৭ টি আসনের নির্বাচনের জন্য বিজ্ঞপ্তি জারি করে। এর মধ্যে ১১ টি রাজ্য থেকে ৪১ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। বাকি ৪ টি রাজ্যে ১৬ টি আসনের জন্য প্রতিদ্বন্দিতা হয়। রাজ্যগুলির মধ্যে রয়েছে, মহারাষ্ট্র, কর্নাটক, রাজস্থান, হরিয়ানা। কর্নাটক থেকে জয়ী হয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। কংগ্রেসের জয়রাম রমেশও জয়ী হয়েছেন। নির্মলা এবং জয়রাম, দু’জনই ৪৬টি করে ভোট পেয়েছেন। তবে চূড়ান্ত ঘোষণা এখনও বাকি রয়েছে।

একমাত্র রাজস্থানেই ভাল ফল করেছে কংগ্রেস। সেখানে চারটি রাজ্যসভা আসনের মধ্যে তিনটিতে জয়ী হয়েছে তারা। একটি আসনে জয়লাভ করেছে বিজেপি। রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গহলৌতের বলেন, ‘তিনটি আসন যে কংগ্রেসের দখলেই যাচ্ছে, তা প্রথম থেকেই পরিষ্কার ছিল। বিজেপি নির্দল প্রার্থী দিয়ে ঘোড়া কেনাবেচার চেষ্টা করেছিল বটে। কিন্তু আমাদের বিধায়করা ওদের কড়া জবাব দিয়েছে। ২০২৩-এর বিধানসভা নির্বাচনেও একই পরিণতি হবে বিজেপি-র।’ হরিয়ানাতে দুটি আসনের দুটিই জেতে বিজেপি। মহারাষ্ট্রের বিজেপির ফল ভালো হয়েছে। মহারাষ্ট্রে ৩ টি আসনে জয় বিজেপির, ১ টি করে আসন পেয়েছে কংগ্রেস, শিবসেনা ও এনসিপি

Avatar
Sudipto

সম্পর্কিত খবর