তৃণমূল করার অপরাধে কাটা গেল হাতের ৩ আঙুল, অভিযোগে বিদ্ধ বিজেপি

বাংলাহান্ট ডেস্ক : ‘অপরাধ’ তৃণমূল করতেন তিনি। আর সেই অপরাধের খেসারত হিসেবে খোয়াতে হল হাতের তিন তিনটি আঙুল। অভিযোগের তীর বিজেপির বিরুদ্ধে। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে বর্ধমানের হীরাপুর এলাকায়। ঘটনার জেরে কার্যতই তুমুল উত্তেজনা ছড়িয়েছে গোটা এলাকা জুড়ে।

জানা যাচ্ছে, হীরাপুর এলাকার বাসিন্দা মনীষ যাদব তৃণমূলের সক্রিয় কর্মী। প্রতিদিন তৃণমূলের স্থানীয় পার্টি অফিসেও বসতেন। বুধবার রাতে ক্রিকেট ম্যাচ দেখে পার্টি অফিস থেকে ফিরছিলেন তিনি। সেই সময়েই হামলা চলে তাঁর উপর।

আক্রান্ত তৃণমূল কর্মীর বাবা মহেন্দ্র যাদবের অভিযোগ, ‘আসানসোল লোকসভা উপনির্বাচনের সময় থেকেই এলাকায় সন্ত্রাস শুরু করেছে বিজেপি। ছেলে রাতে পার্টি অফিস থেকে বাড়ি ফিরছিল। সেই সময়ই কয়েকজন বিজেপি কর্মী তলোয়ার নিয়ে হামলা করে তার উপর। কেটে নেওয়া হয় হাতের তিনটি আঙুল।’ ছেলে তৃণমূলের সক্রিয় কর্মী ছিল বলেই তার উপর এই হামলা করা হয়েছে বলেই অভিযোগ এনেছেন মহেন্দ্র যাদব। পুরো ঘটনাতেই বিজেপিকে কাঠগড়ায় তুলেছেন তিনি।

ঘটনার জেরে কার্যতই শোরগোল এবং তীব্র উত্তেজনা ছড়ায় এলাকায়। ঘটনার প্রেক্ষিতে আসানসোল পুরনিগমের চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায়ের দাবি, এলাকার শান্তি নষ্ট করার জন্য ইচ্ছাকৃতভাবে এই সন্ত্রাস ছড়াচ্ছে বিজেপি। দলের কর্মীর উপর এহেন হামলার প্রতিবাদে তিনি নির্বাচন কমিশনে অভিযোগ জানাবেন বলেও জানিয়েছেন। একই সঙ্গে স্থানীয় তৃণমূল কর্মীদের শান্ত থাকার বার্তাই দিয়েছেন তিনি।
যদিও পুরো বিষয়টিতে কোনও প্রতিক্রিয়াই পাওয়া যায়নি বিজেপির কোনও মহল থেকেই। তবে ঘটনার জেরে যে তীব্র উত্তেজনা ছড়িয়েছে এলাকায় তা বলাই বাহুল্য।

Avatar
Katha Bhattacharyya

সম্পর্কিত খবর