‘আমাদেরও লোক আছে, প্রয়োজনে মন্ত্রীদের গাছে বেঁধে রাখতে পারি’, ফের বেলাগাম দিলীপ

বাংলা হান্ট ডেস্কঃ নিজের বেলাগাম মন্তব্যের জন্য সর্বদাই বিতর্কের শিরোনামে জায়গা করে নেন বিজেপির (BJP) সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। এবার উত্তরবঙ্গ সফরে গিয়েও স্বমহিমাতেই ধরা দিলেন গেরুয়া সাংসদ। এবার রাজ্যের মন্ত্রীদের বেঁধে রাখার হুঁশিয়ারি দিলেন দিলীপ ঘোষ।

শনিবার ডুয়ার্সের বানারহাটে পৌঁছান দিলীপবাবু। সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে নজিরবিহীন ভাষায় শাসকদলকে তোপ দেগে তিনি বলেন, “আমাদের তৃণমূল নেতা মন্ত্রীদের বাড়ি ঘেরাও করতে বাধ্য করবেন না। বাধ্য হলে আমরা রাজ্যের মন্ত্রীদের ধরে গাছে বেঁধে রাখতে পারি”। দিলীপের মন্তব্য ঘিরে নানা মহলে শুরু হয়েছে সমালোচনা।

আর কী কী বললেন পদ্ম সৈনিক? এদিন দিলীপ ঘোষ আরও বলেন, “তৃণমূল কংগ্রেসের বিজেপির মন্ত্রী ও বিধায়কদের বাড়ি ঘেরাও কর্মসূচি পুরো ফালতু জিনিস। এটা ছোটলোকের রাজনীতি, ছ্যাঁচড়া রাজনীতি। আমাদের দল এসব রাজনীতি করে না।” এরপরই পাল্টা হুঁশিয়ারি দিয়ে তার মন্তব্য, “আমাদেরও লোক রয়েছে। প্রয়োজনে রাজ্যের মন্ত্রীদের বাড়ি ঘেরাও করতে পারি। আমরাও রাজ্যের মন্ত্রীদের গাছে বেঁধে রাখতে পারি। কিন্তু আমরা এমনটা করব না”।

এদিন রাজ্যে আসন্ন পঞ্চায়েত নির্বাচন নিয়েও মুখ খোলেন দিলীপ ঘোষ। বলেন, “পশ্চিমবঙ্গে কোনও ভোট ঝামেলা ছাড়া হয়না। যে ভোটই হোক না কেন, তৃনমূল কংগ্রেস সব ভোটেই ঝামেলা করে। এই তো ত্রিপুরা, আসাম, গুজরাটে ভোট হল। কেউ কোনও একটা ছোট হিংসারও খবর পাননি। আর যত ঝামেলা শুধু আমাদের রাজ্যে। সব ঝামেলার মূলে তৃনমূল কংগ্রেস”।

dilip ghosh

শুক্রবার রাতে বানারহাটের হলদিবাড়ি চা বাগানে রাত কাটান দিলীপ ঘোষ। এরপর শনিবার হঠাৎই ডুয়ার্সের বানারহাটে গিয়ে তিনি বলেন, “আগামী পঞ্চায়েত নির্বাচনের জন্য এবার আমরা প্রস্তুত আছি। আমরা আর নতুন নই। আগেরবার আমাদের দলের কার্যকর্তারা নতুন ছিলেন। পাশাপাশি মনোনয়ন দাখিল করতেই যে এত সমস্যা হতে পারে তা সবার ধারনার বাইরে ছিল”।


Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর