বাংলা হান্ট ডেস্কঃ নিজের চাঁচাছোলা মন্তব্যের জন্য সর্বদা চর্চিত হন বিজেপি-র সর্বভারতীয় সহ সভাপতি তথা বঙ্গ বিজেপির অন্যতম প্রধান সৈনিক দিলীপ ঘোষ (Dilip Ghosh)। রোজ সকালেই প্রাতঃভ্রমণে বেরোন তিনি। নানা ইস্যুতে মুখ খোলেন। তবে স্বভাবসিদ্ধ ভাবে রোজই তার আক্রমণের নিশানায় থাকে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস (Trinamool Congress)। আর পাঁচটা দিনের মতো বুধবার সকালে প্রাতঃভ্রমণে ইকোপার্কে আসেন দিলীপবাবু। আর সেখান থেকেই বিভিন্ন ইস্যুতে মুখ খুললেন তিনি।
প্রসঙ্গত, একদিন আগেই নিয়োগ দুর্নীতি মেলায় ধৃত প্রাক্তন যুবনেতা কুন্তল ঘোষের চিঠি মামলায় জিজ্ঞাসাবাদ করতে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) সমন পাঠায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই (CBI)। তবে সুপ্রিম কোর্ট তরফে কলকাতা হাইকোর্টের নির্দেশের ওপর স্থগিতদেশ দেওয়ায় পরে ফের একবার চিঠি পাঠিয়ে আপাতত অভিষেককে হাজিরা দিতে হবে না বলে জানায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এই প্রসঙ্গে দিলীপবাবুকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘যারা ফাঁসি যাবো বলছেন, তারা সিবিআই ডাকতেই প্যান্ট ঢিলে হয়ে যাচ্ছে কেন?’
বিজেপি নেতার কথায়, “যদি আপনি কনফিডেন্ট হন, যান একবার। বুক ফুলিয়ে যান। চা খেয়ে চলে আসুন। যাচ্ছে না মানে কিছু গড়বড় আছে।” এই প্রসঙ্গেই তিনি তুলে আনেন অনুব্রত, পার্থদের কথা। বলেন, “কেষ্টকে দশবার ডাকা হয়েছিল। যাননি। একাদশবার গেলেন, ভিতরে ঢুকে গেলেন। পার্থ, মাণিক সবারই তাই হয়েছে। এগুলো দেখে ভয় পাচ্ছেন?”
দিলীপবাবুর সংযোজন, “অনেকে অনেক ডায়লগ দেয়। কেউ গান্ধী হতে চায়। কেউ সাভারকর হতে চায়। রাহুল গান্ধি বলেছিলেন, আমি ক্ষমা চাইব না। লাস্টে কোর্টে গিয়ে আপিল করতে হয়েছে। এরকম বিপ্লবী আমরা অনেক দেখেছি। ফাঁসি তো দূরের কথা, জেল শুনলেই মাথা খারাপ হয়ে যাচ্ছে।”
এদিন মুকুল রায় প্রসঙ্গেও মুখ খোলেন দিলীপ ঘোষ। প্রসঙ্গত, গত দুদিন থেকে রাজ্য-রাজনীতিতে সর্বাধিক আলোচ্য বিষয় তৃণমূল নেতা অন্যদিকে বিজেপি বিধায়ক মুকুল রায়। এই প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, ‘আমার মজা লাগছে। যিনি বাংলার চাণক্য, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তিনি নাকি হারিয়ে গিয়েছেন? তিনি কি বাচ্চা ছেলে? মুখে চুসি কাঠি নিয়ে ঘুরে বেড়ান? আমার মনে হয়, উনি খুব কষ্টে ছিলেন বাড়ির লোকের অত্যাচারে বাড়ি ছেড়ে চলে গেছেন। দলের কাছেও তিনি খুব সুখী নন।”
তার কথায়, বিজেপির ঘাড়ে দোষ চাপানো হচ্ছে। তিনি বলেন, “জিতেন তেওয়ারিকে উত্তর প্রদেশ থেকে ধরে আনতে পারো, আর মুকুল রায় কোথায় তা জানোনা? বাংলার লোক কি এতোই বোকা? উনি কোথায় আছেন, তার দায় পরিবারের। সেখানে বিজেপিকে ঢোকান হচ্ছে কেন? কেউ ওনার খোঁজ নেয়না। ওনাকে একটা কমিটির চেয়ারম্যান করা হল। সেই কমিটির কি হল? আমরা এইসব আবর্জনা চাইনা। তাই আমাদের নামে মিথ্যা অপপ্রচার না করে, পরিবার ওনার খেয়াল রাখুক।”