বাংলা হান্ট ডেস্কঃ সামনেই তৃণমূলের ২১ জুলাই। আর তার আগে দিন দিন জোড়ালো হচ্ছে দিলীপ ঘোষের (Dilip Ghosh) তৃণমূলে (Trinamool Congress) যোগদানের জল্পনা। রাজ্য সরকারের আমন্ত্রণে দিঘায় জগন্নাথ মন্দিরে সস্ত্রীক দিলীপ ঘোষের পদার্পণ থেকেই বিতর্ক শুরু। তারপর সেই বিতর্কের জল গড়িয়েছে বহুদূর। বর্তমানে দিলীপের ‘ফুল’ বদলের জোরালো জল্পনা চলছে রাজ্য রাজনীতির আঙিনায়।
তৃণমূলে যাচ্ছেন দিলীপ ঘোষ? Dilip Ghosh
২১ জুলাই, তৃণমূলের শহীদ দিবস নিয়ে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে শাসক শিবিরে। এদিকে কান পাতলেই শোনা যাচ্ছে এদিন তৃণমূলে যোগ দিতে পারেন দিলীপ ঘোষ। যদিও সবটাই জল্পনা মাত্র। এবার যাকে নিয়ে এত চর্চা সেই দিলীপ ঘোষকেই এই বিষয়ে স্বয়ং প্রশ্ন করা হল। কী উত্তর দিলেন বিজেপির ‘দাবাং’ নেতা?
বিজেপির চমকের অপেক্ষা করতে বললেন নেতা
সংবাদমাধ্যমের প্রশ্ন, আপনি বলছেন ২১ জুলাই বড় একটা চমক। তাহলে কি একুশে জুলাইয়ের মঞ্চে আপনাকেও দেখা যেতে পারে? দিলীপের উত্তর, ‘একুশে জুলাই একটা হবে নাকি, অনেক মঞ্চ হবে। বিজেপিরও মঞ্চ হবে।’ তাহলে কী তৃণমূলের মঞ্চে কি আপনাকে দেখা যাবে? জল্পনা বাড়িয়ে দিলীপ ঘোষ বলেন, ‘দেখা যাক।’ তাহলে কী বড় কোনও চমক অপেক্ষা করছে? বিজেপি নেতা অবশ্য বললেন, ‘বিজেপি মানেই চমক।’
হঠাৎ কোনও খবর পাওয়া যাবে না তো যে দিলীপ ঘোষ তৃণমূলে যোগদান করেছেন? বিজেপি নেতা বলেন, ‘কল্পনা করতে তো পয়সা লাগে না। এই কল্পনা প্রতি মাসে দুমাসে পাল্টে যায়। ২১ তারিখ অবধি আবার ডেট দেওয়া হয়েছে। আগে অনেক গুলো তারিখ পে তারিখ, তারপর আবার নতুন ফান্ডা শুরু হবে।’
এর আগেও অবশ্য দিলীপ বলেছিলেন, ‘কল্পনা করতে তো আর পয়সা লাগে না। দিলীপ ঘোষ মার্কেটে আছে, এটুকু ঠিক।’ দিলীপের কথায়, ‘আমার রাজনৈতিক ভবিষ্যৎ পার্টি ঠিক করবে। ডাকলে যাব, না ডাকলে যাব না। ভগবানের খাতায় নাম লেখা আছে।’ এবার দিলীপ কোন ‘ফুলে’ থাকবেন সেই প্রশ্নের উত্তর সময়ই দেবে।