নকুলদানা, গুর, বাতাসা বিলি করে অনুব্রতর গ্রেফতারির আনন্দে মাতল বিজেপি

বাংলাহান্ট ডেস্ক : অনুব্রত মন্ডল এর গ্রেফতারের পরেই খুশির হওয়া বঙ্গ বিজেপিতে। সাংবাদিক সম্মেলন করে বিজেপির বিভিন্ন নেতা এই বিষয়ে মন্তব্য প্রকাশ করেছেন। এবার রীতিমত অনুব্রতর “দাওয়াই”কে অবলম্বন করেই তার গ্রেফতারির আনন্দে মাতলেন বিজেপি সমর্থকেরা।

বিভিন্ন সময় বিতর্কিত মন্তব্যের জেরে খবরের হেডলাইন্স -এ থেকেছেন ধৃত তৃণমূল বীরভূম জেলা সভাপতি অনুব্রত মন্ডল।ভোটের আগে কখনো গুড় – বাতাসা আবার কখনো “চরাম চরাম” ঢাকের সুরে “দাওয়াই” দেওয়ার কথা বলেছিলেন তিনি। তার গ্রেফতারির পর রীতিমতো গুড় ,বাতাসা বিলি করে আনন্দে মাতলেন বিজেপি সমর্থকরা। বৃহস্পতিবার এ দৃশ্য দেখা গেল কলকাতার রাজপথ থেকে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে।

আজ সকাল দশটায় সিবিআইয়ের হাতে নিজের বাড়ি থেকে গ্রেফতার হন অনুব্রত মণ্ডল। তৃণমূলের এই দাপুটে নেতার গ্রেফতারের পরেই রাজ্যের বিভিন্ন প্রান্তে ঢাক ঢোল সহযোগে গুড়, বাতাসা বিলি করতে দেখা যায় বিজেপি সমর্থকদের। সাধারণ মানুষের পাশাপাশি পুলিশ ও কর্তব্যরত সার্জেন্টদেরও গুড় বাতাসা দিতে দেখা যায় বিজেপি কর্মীদের।

সজল ঘোষ এর নেতৃত্বে কলকাতার বউবাজারে ব্যাঙ্ক অফ ইন্ডিয়া মোড়ে বিজেপি কর্মী সমর্থকেরা গুড়, বাতাসা ও জল বিলি করেন। একই চিত্র ধরা পড়েছে আসানসোল থেকেও। আসানসোলি অগ্নিমিত্রা পলের নেতৃত্বে একটি মিছিলে বিজেপি কর্মী সমর্থকেরা সাধারণ মানুষদের নকুল দানা, জল বিলি করেন। অন্যদিকে হুগলিতে “চরাম চরাম” সুরে ঢাক বাজিয়ে লাড্ডু বিলি করতে দেখা যায় বিজেপি কর্মীদের।

বাঁকুড়া জেলার এক বিজেপি নেতা জানিয়েছেন,”যে গরুকে আমরা মা হিসেবে পূজা করি সেই গরু পাচার করে অনুব্রত মণ্ডল পাপ করেছেন। তার গ্রেফতারিতে আমরা খুশি।”


Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর