বাংলাহান্ট ডেস্ক : লোকসভা নির্বাচনের কাউন্টডাউন শুরু হয়ে গেছে। লোকসভা নির্বাচনকে পাখির চোখ করেছে সব রাজনৈতিক দলই। বিজেপিও লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে বাংলায় আসন সাজাচ্ছে। বিজেপির কেন্দ্রীয় নেতারা বাংলা থেকে আরও বেশি আসন লাভের আশা করছেন। অমিত শাহ, জেপি নড্ডারা নির্বাচনের অঙ্ক কষতে এসেছেন বঙ্গ সফরে।
নির্বাচনকে মাথায় রেখে অমিত শাহ তৈরি করলেন ‘ইলেকশন ম্যানেজমেন্ট টিম’। এই টিমে রয়েছেন ১৫ জন সদস্য। ৫ কেন্দ্রীয় নেতাও থাকছেন এই টিমে।যদিও এই নির্বাচনী কোর টিমে জায়গা পাননি রাজ্য বিজেপির কোর টিমের সব সদস্য। বিজেপি টার্গেট করেছে আগামী লোকসভা নির্বাচনে বাংলা থেকে ৩৫ টি আসনে জয়লাভ করা।
আরোও পড়ুন : রামমন্দির উদ্বোধন বয়কট বামেদের! ধর্ম নিয়ে রাজনীতির অভিযোগ তুলে অযোধ্যা যাচ্ছেন না বৃন্দা, ইয়েচুরিরা
সূত্রের খবর, বিজেপির এই নির্বাচনী কোর কমিটিতে জায়গা পেয়েছেন সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ, অমিতাভ চক্রবর্তী, লকেট চট্টোপাধ্যায়, অগ্নিমিত্রা পাল, জগন্নাথ চট্টোপাধ্যায়, রাহুল সিনহা, অমিত মালব্য, মঙ্গল পাণ্ডে, সতীশ ধন্দ, আশা লাকড়া, জ্যোর্তিময় মাহাত এবং দীপক বর্মণ।
আরোও পড়ুন : গ্রাহকদের জন্য দুর্দান্ত অফার Jio’র! রিচার্জ করুন ৩১ ডিসেম্বরের আগে, পেয়ে যান ১০০০ টাকা
সুভাষ সরকার, শান্তনু ঠাকুর, জন বারলা এবং নিশীথ প্রামাণিককে এই কমিটিতে রাখা হয়নি বলে জানা যাচ্ছে, তাই স্বাভাবিকভাবেই লোকসভা নির্বাচনে তাঁদের টিকেট দেওয়া হবে কিনা সেই নিয়ে উঠছে প্রশ্ন। এছাড়াও বিজেপির এই টিমে স্থান পাননি মিঠুন চক্রবর্তী, স্বপন দাশগুপ্ত, মনোজ টিগ্গা, অনির্বাণ চট্টোপাধ্যায়, দেবশ্রী চৌধুরী।
বিজেপির কেন্দ্রীয় নেতাদের নির্দেশ মতো এই টিম নির্বাচনী কাজের সঠিক রূপরেখা তৈরি করবে। নির্বাচনী সংক্রান্ত যাবতীয় কিছু দেখাশোনা করাই এই টিমের মূল কাজ। কেমন ভাবে প্রচার কাজ চলবে, কেন্দ্রের কোন নেতা কবে কোথায় আসবেন এই সব কিছু দেখাশোনা করবে এই টিম।