বাংলা হান্ট ডেস্কঃ লোকসভা নির্বাচন শিয়রে। এদিকে বাংলায় এখনও ৪টি আসনে প্রার্থী দেওয়া বাকি বিজেপির। এই আবহে মঙ্গলবার পদ্ম-প্রার্থী হিসেবে সজল ঘোষের (Sajal Ghosh BJP) নাম ঘোষণা করা হল। তবে লোকসভা ভোটে নয়, বরং বিধানসভা উপনির্বাচনে দাঁড় করানো হয়েছে তাঁকে। বরানগর কেন্দ্র থেকে টিকিট পেয়েছেন এই দুঁদে রাজনীতিক।
চব্বিশের লোকসভা ভোটের সঙ্গে সমান্তরালভাবে বাংলার দু’টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন (Assembly Constituency By Election) হবে। মুর্শিদাবাদের ভগবানগোলায় আগামী ৭ মে এবং উত্তর ২৪ পরগণার বরানগর কেন্দ্রে আগামী ১ জুন উপনির্বাচন হবে। এই দুই কেন্দ্র থেকে বিজেপি (BJP) দাঁড় করিয়েছে যথাক্রমে ভাস্কর সরকার এবং সজল ঘোষকে।
উল্লেখ্য, ভগবানগোলার বিধায়ক ইদ্রিস আলি প্রয়াত হওয়ার কারণে এই কেন্দ্রে ফের উপনির্বাচন হচ্ছে। অন্যদিকে বরানগরের (Baranagar) বিধায়ক তাপস রায় লোকসভা নির্বাচনের প্রাক্কালে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন। পাশাপাশি ইস্তফা দিয়েছেন বিধায়ক পদ থেকেও। চব্বিশের লোকসভা ভোটে কলকাতা উত্তর কেন্দ্র থেকে তাপসকে দাঁড় করিয়েছে পদ্ম-শিবির। এবার তাঁর ছেড়ে যাওয়া বিধানসভা আসনে প্রার্থী করা হল সজলকে (Sajal Ghosh)।
আরও পড়ুনঃ ‘আর পারছিলাম না…’, ৬০-এর বেশি গ্রুপ লেফ্ট! ভোটের আগেই BJP ছাড়ছেন রুদ্রনীল ঘোষ?
কলকাতা পুরনিগমের অত্যন্ত পরিচিত মুখ হলেন বরানগরের বিজেপি প্রার্থী। দাপুটে বিরোধী কাউন্সিলর হিসেবে বেশ চর্চিত তিনি। এবার তাঁকেই বিধানসভা উপনির্বাচনে প্রার্থী করল পদ্ম-শিবির। দলের এই সিদ্ধান্তে স্বভাবতই বেশ খুশি সজল। পাশাপাশি জয়ের ব্যাপারেও আত্মবিশ্বাসী।
আসন্ন বিধানসভা উপনির্বাচনে বরানগর কেন্দ্রের প্রার্থী হিসেবে নাম ঘোষণার পর জনপ্রিয় এক সংবাদমাধ্যমের কাছে সজল বলেন, ‘মানুষের আশীর্বাদ নিয়ে জয়ী হব। আমি কথা দিয়ে গেলাম। আমার মতো একজনের ওপর বিভিন্ন ক্ষেত্রে দল যখন বিশ্বাস রাখে, মন থেকে তখন নিজেকে শক্ত করছি। সেই সঙ্গেই শপথ নেওয়ার অঙ্গীকার করছি। আমায় দল যে দায়িত্ব দিয়েছে, সেই দায়িত্ব আমি পালন করব। জয়ী হয়ে দেখাব’।
প্রসঙ্গত, বাংলার বিধানসভা উপনির্বাচনে দুই কেন্দ্রের প্রার্থীর নাম ঘোষণা করে দিলেও, এখনও ৪টি লোকসভা আসনে প্রার্থী দেওয়া বাকি বিজেপির। ডায়মন্ড হারবার, বীরভূম সহ সেই ৪ কেন্দ্রের প্রার্থীর নাম পদ্ম-শিবির কবে প্রকাশ করে সেটাই দেখার।