বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বে রণক্ষেত্র বর্ধমান

 

বাংলা হান্ট ডেস্ক: বিজেপির গোষ্ঠী কোন্দলে রণক্ষেত্র বর্ধমান। বিজেপির জেলা যুবমোর্চার সভাপতি শ্যামল রায় সদ্য অভিযোগ আনল দলে যোগ দেওয়া খোকন সেনের বিরুদ্ধে। অভিযোগ খোকন সেন সোমবার তাঁকে আক্রমণ করে বর্ধামানের দলীয় কার্যালয়ে। খোকনের বিরুদ্ধে অভিযোগ ওঠে কার্যালয়ের ভিতরেই পরপর চার রাউন্ডগুলি চালানোর সে।

 

এখানেই থেমে যায়নি খোকন, গোলাগুলি চালানোর পর সে দলবল নিয়ে ভাঙচুর চালায় শ্যামল রায়ের বাড়িতে। অন্যদিকে শ্যামল রায়ের বিরুদ্ধেও পাল্টা অভিযোগ আনে খোকন সেন।

dae24 img 20190618 wa0005

তিনি জানান শ্যামলবাবু দলবল নিয়ে বেধরক মারধর করেছেন তাঁকে। আনা হয় শ্যুটআউটেরও অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে ছড়িয়েছে উত্তেজনা। সোমবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত বিজেপির জেলা কার্যালয় ঘোড়দৌড়চটি ও নীলপুর এলাকা পরিণত হয়েছে রণক্ষেত্রে।

সম্পর্কিত খবর