টাটা গোষ্ঠীর ট্রাস্টের কাছ থেকে 356 কোটি টাকা অনুদান পেয়েছে বিজেপি: সূত্র নির্বাচন কমিশন

বাংলা হান্ট ডেস্ক : নির্বাচনের আগে প্রতিটি রাজনৈতিক দলের আর্থিক আয় ব্যয়ের হিসেব নির্বাচন কমিশনের কাছে জমা দিতে হয়, সেই হিসেবেই এ বার বিজেপির অনুদান নিয়ে এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করল নির্বাচন কমিশন। সেই তথ্য থেকে জানা গিয়েছে গত আর্থিক বছরে 700 কোটি টাকা অনুমোদন পেয়েছে বিজেপি, যার অর্ধেকটা টাটা গোষ্ঠীর নিয়ন্ত্রিত ইলেকটোরাল ট্রাস্টের, যেখান থেকে356 কোটি টাকা অনলাইন পেমেন্টের মাধ্যমে পেয়েছে বিজেপি।bjp 2

চলতি বছরের অক্টোবর মাসে বিজেপির নির্বাচন কমিশনকে দেওয়া তথ্য অনুযায়ী শুধুমাত্র টাটা গোষ্ঠী নয় ভারতে গ্রুপ হিরো মোটোকর্প ওরিয়েন্ট সিমেন্ট ডিএলএফ জেকে টায়ারস সহ আরও বেশ কয়েকটি সংস্থা বিজেপিকে অনুদান দিয়েছে। চেক বা অনলাইন পেমেন্টের মাধ্যমে কুড়ি হাজার এবং তাঁর বেশি টাকা অনুদান পেয়েছে তারা।

অন্য দিকে দেশের সব থেকে ধোনি দ্য প্রুডেন্ট ইলেক্টোরাল ট্রাস্ট পার্টি 54.25 কোটি টাকা অনুদান দিয়েছে। শুধুমাত্র এই সংস্থাগুলি নয় নির্বাচনী ট্রাস্টের কাছ থেকে অনুমোদন পেয়েছিল বিজেপি এমনটাই সূত্রের খবর। নির্বাচনের নিয়ম অনুসারে নির্বাচনের সময় রাজনৈতিক দল ছাড়াও প্রার্থীকে তাঁর আয় ব্যয়ের হিসেব নিকেশ নথি আকারে জমা দিতে হয়।

সম্পর্কিত খবর