বাংলা হান্ট ডেস্কঃ বিজেপির (BJP) ‘পরিবর্তন সংকল্প যাত্রা’কে ঘিরে কোচবিহারে তৈরি হয় নতুন রাজনৈতিক উত্তাপ। পুলিশ সভার অনুমতি না দেওয়ায় দল শেষমেশ হাই কোর্টের দ্বারস্থ হয়। শুক্রবার আদালতের রায়ে শনিবারের সভার সবুজ সংকেত মিলেছে, যা ভোটের আগে রাজ্যের রাজনৈতিক পরিবেশে নতুন টানাপোড়েন তৈরি করছে।
কবে সভা বিজেপির (BJP)?
জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ জানিয়েছে, শনিবার দুপুর ২টো থেকে বিকেল ৪টে পর্যন্ত চ্যাংড়াবান্ধায় সভা করতে পারবে বিজেপি (BJP)। বিচারপতি কৌশিক চন্দ এই নির্দেশ দেন।
বিজেপির (BJP) অভিযোগ ছিল, মেখলিগঞ্জ বিধানসভার চ্যাংড়াবান্ধায় সভা করার জন্য তারা পুলিশের কাছে আবেদন করেছিল। কিন্তু পুলিশ আবেদনপত্র গ্রহণই করেনি। সেই কারণেই তারা আদালতের সাহায্য নেওয়ার সিদ্ধান্ত নেয়।
শুক্রবার মামলাটি ওঠে বিচারপতি কৌশিক চন্দের এজলাসে। দুই পক্ষের কথা শুনে আদালত জানায় সভা করা যাবে নির্দিষ্ট সময়ের মধ্যে। আদালতের এই রায়ে আপাতত স্বস্তিতে বিজেপি (BJP)। বিজেপির আইনজীবী জনার্দন কেরিয়াল জানান, “পুলিশ আবেদনই নেয়নি। তাই আমরা আদালতে যাই। আদালত আমাদের আবেদন গ্রহণ করেছে এবং সভার অনুমতি দিয়েছে।”

আরও পড়ুনঃ মন্ত্রী শোভনদেবের বিরুদ্ধে হাই কোর্টে মামলা! অনুমতি দিল আদালত, কি নিয়ে?
আগামী ২৯ নভেম্বর চ্যাংড়াবান্ধায় বড় সভার পরিকল্পনা করেছে বিজেপি (BJP)। এই সভায় উপস্থিত থাকার কথা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)। ভোটের আগে রাজ্যজুড়ে ‘পরিবর্তন সংকল্প যাত্রা’ সংগঠিত করছে বিজেপি। অনুমতি না পাওয়ায় যে জট তৈরি হয়েছিল, আদালতের নির্দেশে সেই জট এখন কেটেছে।












