বাংলাহান্ট ডেস্কঃ দেশজুড়ে জারী রয়েছে লকডাউন (Lockdown) অবস্থা। করোনা (COVID-19) পরিস্থিতি থেকে দেশের নাগরিকদের সুরক্ষার জন্য করা হচ্ছে সবরকম ব্যবস্থা। এই লকডাউন চলবে আগামী ১৪ ই এপ্রিল অবধি। এই পরিস্থিতিতে অসুবিধায় পড়েছে দিন আনে দিন খায় মানুষ। দরিদ্র মানুষেরা পড়েছেন ভীষণ সমস্যায়। তাঁদের প্রাধান সমস্যা দেখা দিয়েছে খাবারের যোগানে।
এই সময় প্রধানমন্ত্রী থেকে শুরু করে বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা বিভিন্ন ত্রাণ তহবিলের আয়োজন করেছে। দরিদ্র মানুষদের পাশে এসে দাঁড়িয়েছেন বহু মানুষ। বিভিন্ন রাজনৈতিক দল থেকেও সাহায্য করা হচ্ছে তাঁদের। এবার দরিদ্র মানুষদের জন্য ত্রাণ তহবিলের আয়োজন করল ভারতীয় জনতা পার্টি (BJP)। পাঠানো হল খাদ্য সামগ্রী বোঝাই গাড়ি।
গতকাল অর্থাৎ শনিবার দরিদ্র মানুষদের জন্য কাদাপাড়া থেকে খাদ্যসামগ্রী বোঝাই ১০,০০০ থলে পাঠাল বিজেপি। এই খাদ্য সামগ্রী বিলি করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এই কাজে তাঁর সঙ্গে ছিলেন বিজেপি নেতা মুকুল রায়ও। চাল, ডাল, আলু, তেল-সহ বিভিন্ন খাদ্য বিষয়ক জিনিস পৌঁছে দেওয়া হল দরিদ্র মানুষদের কাছে। লকডাউন অবস্থায় যাতে তাদের কোন সমস্যায় না পড়তে হয়, তাই এই ব্যবস্থা করা হল বিজেপির পক্ষ থেকে।
কিছুদিন আগেই বিজেপির সদস্যরা দাবী করেছিলেন, শাসকদল তৃণমূলের সদস্যরা তাঁদের এই কাজ করতে বাঁধা দিচ্ছে। বিজেপির সদস্যরা খাদ্য সামগ্রী বিতরণ করার জন্য কোন সম্মতি পাচ্ছিল না। কিন্তু এবার তারা সম্মতি পেয়েই তাঁদের কাজ শুরু করে দিল। খাবার পাঠাতে শুরু করল দরিদ্র মানুষদের জন্য। দলের অন্যান্য সদস্যরা জানিয়েছেন, আগামীতে বিজেপির পক্ষ থেকে এরকম ত্রাণ রাজ্যের বিভিন্ন প্রান্তে যাবে। এবং শনিবারই তাঁর প্রথম সূচনা করা হল।