সন্দেশখালি-নন্দীগ্রামে ‘খেলে দিল’ BJP, ‘বিরাট কাণ্ড’ এই দুই বিধানসভায়! গাল ভরা হাসি শুভেন্দুর

বাংলা হান্ট ডেস্কঃ মঙ্গলবার সম্পন্ন হয়েছে দিল্লির মসনদ দখলের লড়াই। বুথ ফেরত সমীক্ষাকে কার্যত ‘বুড়ো আঙুল’ দেখিয়ে বাংলায় সবুজ ঝড় তুলেছে তৃণমূল কংগ্রেস। ২৯টি কেন্দ্রে এবার ঘাসফুল ফুটেছে, অন্যদিকে BJP-র ঝুলিতে এসেছে মাত্র ১২টি আসন। এই সবুজ ঝড়ের আবহে উল্টো স্রোতের সাক্ষী থাকল সন্দেশখালি এবং নন্দীগ্রাম। এবার এই নিয়েই প্রতিক্রিয়া দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।

সপ্তম দফার ভোট শেষে সিংহভাগ বুথ ফেরত সমীক্ষায় দাবি করা হয়েছিল, এবার গেরুয়া ঝড় উঠতে চলেছে বাংলায়। তবে EVM খুলতেই ঘুরে যায় ‘খেলা’! ঘাসফুলের ধাক্কায় বেসামাল হয়ে পড়ে পদ্ম। তবে এর মাঝেও BJP-র ভরসা সন্দেশখালি (Sandeshkhali) এবং নন্দীগ্রাম (Nandigram)। এই দুই বিধানসভা কেন্দ্রেই লিড পেয়েছে গেরুয়া শিবির। আর তাতেই খুশি শুভেন্দু।


চব্বিশের লোকসভা ভোটের আবহে রাজ্যের অন্যতম জ্বলন্ত ইস্যু ছিল সন্দেশখালি। ভোট প্রচারে বাংলায় এসে নরেন্দ্র মোদী, অমিত শাহকেও এই নিয়ে সরব হতে দেখা গিয়েছে। একহাত নিয়েছেন রাজ্যের শাসক দল তৃণমূলকে। যদিও ভোটগণনার পর দেখা যায়, বসিরহাটে ৩ লক্ষের বেশি ব্যবধানে জয়ী হয়েছেন জোড়াফুল প্রার্থী হাজি নুরুল ইসলাম। তবে সন্দেশখালি বিধানসভায় কিন্তু লিড পাননি তিনি। সেখানে বাজিমাত করেছেন BJP-র রেখা পাত্র।

আরও পড়ুনঃ বঙ্গে ভরাডুবি BJP-র! কেন টার্গেট পূরণ হল না পদ্ম শিবিরের? ‘আসল কারণ’ জানালেন শুভেন্দু

মঙ্গলবার রাতেই সন্দেশখালি এবং নন্দীগ্রামের ভোটারদের ধন্যবাদ জানিয়ে এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেন রাজ্যের বিরোধী দলনেতা। সেখান দেখা যাচ্ছে, সন্দেশখালি বিধানসভায় ৯৫,৮৬২ ভোট পেয়েছেন পদ্ম প্রার্থী রেখা। অন্যদিকে তৃণমূলের হাজি নুরুল ইসলামের ঝুলিতে এসেছে ৮৭,৪৭৫টি ভোট। গত লোকসভা ভোটে সন্দেশখালি বিধানসভায় লিড পেলেও এবার কিন্তু এখানে বাজিমাত করেছে গেরুয়া শিবির।

এই ছবি শেয়ার করে শুভেন্দু লেখেন, ‘সন্দেশখালির মানুষের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা। বিশেষত সেই সকল শক্তি স্বরূপা যারা দৃঢ়ভাবে শ্রীমতী রেখা পাত্রের পিছনে দাঁড়িয়ে ছিলেন এবং বসিরহাট লোকসভা কেন্দ্রের সন্দেশখালি বিধানসভায় তাঁকে লিড দিয়েছেন। আপনাদের এই লড়াই বৃথা যাবে না’।

Suvendu Adhikari

সন্দেশখালির পাশাপাশি নন্দীগ্রামের মানুষদের প্রতিও নিজের কৃতজ্ঞতা জাহির করেছেন শুভেন্দু। দীর্ঘ পোস্টে তিনি লেখেন, ‘আও শ্রী অভিজিৎ গঙ্গোপাধ্যায় তমলুক লোকসভা কেন্দ্র থেকে জয়ী হয়েছেন। নন্দীগ্রামের মানুষ তাঁকে ৮,২০০ ভোটে লিড দিয়েছেন। নন্দীগ্রাম চিরকার ফ্যাসিবাদী শক্তিকে প্রত্যাখ্যান করেছেন। নন্দীগ্রামের জনগণ অদূর ভবিষ্যতে গোটা বাংলার মানুষদের অনুপ্রাণিত করবে’।


Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর