বাংলা হান্ট ডেস্কঃ চব্বিশের লোকসভা নির্বাচন একেবারে অন্তিম লগ্নে এসে গিয়েছে। আগামী ১ জুন রাজ্যে সপ্তম তথা শেষ দফার ভোটগ্রহণ পর্ব। বাংলার মোট ৯টি কেন্দ্রে নির্বাচন রয়েছে সেদিন। গতবার এই সবকটি কেন্দ্রে জয়ী হয়েছিল তৃণমূল। তবে এবার সেখানে পদ্ম ফোটাতে মরিয়া BJP। শেষ দফার ভোটের আগে কোমর বেঁধে ময়দানে নেমে পড়েছে প্রত্যেকটি রাজনৈতিক দল। এর মাঝেই বিরাট মন্তব্য করলেন তৃণমূল সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।
রাজ্যসভার সাংসদ সাকেত গোখেল (Saket Gokhale) সম্প্রতি নিজের এক্স হ্যান্ডেলে অভিষেকের কিছু মন্তব্য তুলে ধরেছেন। তিনি লিখেছে, ‘আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে একটি বিরাট বিবৃতি’। তিনি জানিয়েছেন, এখনও অবধি পশ্চিমবঙ্গের ৩৩টি আসনে ভোট হয়েছে। এর মধ্যে ইতিমধ্যেই ২৩টি আসনে জয়ী হয়েছে তৃণমূল (TMC)। BJP বর্তমানে কেন্দ্রীয় বাহিনীতে দোষারোপ করছে কারণ ওরাও জানে ৪ জুন কী ফলাফল হতে চলেছে।
Important statement from our leader @abhishekaitc
– “In Bengal, 33 seats have gone to polls in 6 phases. TMC has already won over 23 of them till now.
– BJP now blaming Central Forces because even they know what the results will be on 4th Jun
– IT Dept has been told by BJP…
— Saket Gokhale MP (@SaketGokhale) May 28, 2024
অভিষেকের বিবৃতি উল্লেখ করে সাকেত জানিয়েছেন, আয়কর দফতরকে (Income Tax Raid) পাঁচটি জায়গায় হানা দেওয়ার কথা বলেছে গেরুয়া শিবির। আগামী ৩১ মে এবং ১ জুন সেই অভিযান চালানোর কথা বলা হয়েছে। তবে ৪ জুন বাংলা জয়ী এবং বিজেপির জমিরদাররা ধুয়ে মুছে সাফ হয়ে হবে।
আরও পড়ুনঃ শাহজাহানের হাতে খুন বাবা! বাংলা হান্টের মুখোমুখি হয়ে বাবার লড়াইয়ের কাহিনী শোনালেন সন্দেশখালির প্রীতম
এদিকে সাকেতের এই পোস্ট ঘিরে বেশ কিছু প্রশ্ন উঠতে শুরু করেছে। কারণ একেবারে দিন উল্লেখ করে দিয়েছে তৃণমূল। আগামী ১ জুন রাজ্যে সপ্তম দফার ভোট। ডায়মন্ড হারবার, উত্তর কলকাতা, দক্ষিণ কলকাতা, বসিরহাটের মতো হাইভোল্টেজ কেন্দ্রে নির্বাচন রয়েছে সেদিন। তার আগে আয়কর হানা হবে রাজ্যে? কোথায় হবে তা নির্দিষ্ট করে না জানানো হলেও, এই নিয়ে ইতিমধ্যেই চর্চা শুরু হয়ে গিয়েছে।
সেই সঙ্গেই প্রশ্ন, ভোটের মধ্যে একাধিকবার অ্যাকশনে দেখা গিয়েছে আয়কর দফতরকে। ভোটের আগে হুগলিতেও বেশ কয়েকজন ব্যবসায়ীর বাড়িতে আয়কর দফতর অভিযান চালিয়েছিল। সেবার দাবি করা হয়েছিল, পদ্ম প্রার্থীর নির্দেশে এমনটা করা হচ্ছে। এবারও BJP-র নির্দেশেই আয়কর অভিযান হতে চলেছে বলে দাবি করেছে তৃণমূল। এবার তাহলে নজরে থাকবে কে?
এদিকে সাম্প্রতিক অতীতে তৃণমূলের একাধিক নেতা এবং জোড়াফুল শিবিরের ঘনিষ্ঠদের বাড়িতে হানা দিয়েছিল আয়কর দফতর। শেষ দফার ভোটে আবহে কি ফের এমনই কিছু ঘটতে চলেছে? সেই ‘আশঙ্কা’ই করছে জোড়াফুল শিবির? এই নিয়েই চলছে নানান জল্পনাকল্পনা।