সাগরদিঘি উপনির্বাচনে জিততে পারবেনা BJP! ফল প্রকাশের আগেই বিস্ফোরক দিলীপ ঘোষ

বাংলা হান্ট ডেস্কঃ গতকাল সোমবার ছিল মুর্শিদাবাদের সাগরদিঘিতে (Sagardighi) উপনির্বাচন (By poll Election)। বিক্ষিপ্তভাবে অশান্তির ঘটনা ঘটলেও মোটের উপর শান্তিপূর্ণভাবেই মিটেছে সাগরদিঘির উপনির্বাচন পক্রিয়া। সাগরদিঘিতে তৃণমূলের প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন দেবাশিস বন্দ্যোপাধ্যায়। বিজেপির টিকিটে লড়ছেন দিলীপ সাহা। অন্যদিকে, কংগ্রেসের প্রতিনিধি বায়রন বিশ্বাস। যেখানে জয় নিশ্চিত বলে দাবি সকল দলের সেই সময়েই উল্টো সুরে বিজেপির দিলীপ ঘোষ (Dilip Ghosh)।

গতকাল সাগরদিঘি উপনির্বাচন শেষ হওয়ার আগেই ‘হার’ মানলেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। বিজেপি সাংসদ বলেন, ‘জেতার সম্ভাবনা কম, ২ নম্বরে ছিলাম, ২ নম্বরে থাকারই সম্ভাবনা।’ অর্থাৎ, ফলাফল সামনে আসার আগেই কার্যত দলের পরাজয় নিজের মুখে স্বীকার করে নিলেন বঙ্গ বিজেপির অন্যতম প্রধান সৈনিক।

   

তাহলে কে জয়লাভ করবে? উত্তরে দিলীপবাবুর মন্তব্য, ‘অনেক পার্টি আছে, দেখি কে জেতে’, সাগরদিঘি (Sagardighi) নিয়ে মন্তব্য দিলীপের। সাগরদীঘিতে একদিকে বাম সমর্থনে নিজেদের জয় নিয়ে প্রবল আত্মবিশ্বাসী কংগ্রেস। তৃণমূল প্রার্থীও দেবাশিস বন্দ্যোপাধ্যায়ও জিতবেন বলেও দাবি করেছেন। অন্যদিকে, হারবে বলে দাবি করলেন একমাত্র বিজেপি সাংসদ দিলীপ ঘোষ।

প্রসঙ্গত, কিছুদিন আগে অকাল প্রয়ান হয়েছে রাজ্যের মন্ত্রী সুব্রত সাহার। সেই কারণেই সাগরদিঘিতে উপনির্বাচন হল সোমবার। বিক্ষিপ্ত অশান্তির ঘটনা ছাড়া বেশ শান্তিপূর্ণভাবেই ভোটদান মিটেছে। এই সাগরদীঘির নির্বাচনী প্রচারে তারকা ধামাকা দিয়েছিল তৃণমূল। জোর কদমে চলেছিল প্রচার।

dilip ghosh

তবে কী এবারেও তৃণমূলের দখলেই আসবে সাগরদিঘির ক্ষমতা নাকি জয়ের পতাকা উত্তোলন করবে আত্মবিশ্বাসী কংগ্রেস। অন্যদিকে, দিলীপবাবুর দাবি মত দ্বিতীয় স্থানে কী জায়গা পাবে বিজেপি? নাকি দ্বিতীয় স্থানে গিয়ে মিলবে জায়গা। এই সব প্রশ্নের উত্তর মিলবে ফল প্রকাশের পরই। উল্লেখ্য, সোমবার বিকেল ৫টা পর্যন্ত সাগরদিঘিতে ভোট পড়েছে প্রায় ৭৪ শতাংশ।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর