বাংলা হান্ট ডেস্ক: ২০২১ এর আগে রাজ্যের তিন বিধানসভা কেন্দ্রে উপ নির্বাচনকে একরকম সেমিফাইনাল হিসেবে দেখছে রাজনৈতিক দলগুলি। করিমপুর, খড়গপুর সদর ও কালিয়াগঞ্জে মোট ১৮ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ আজ। রয়েছেন জয়প্রকাশ মজুমদারের মতো হেভিওয়েট প্রার্থীও। লোকসভার পর ভোটের লড়াইয়ে আজ শক্তিপরীক্ষা তৃণমূল-BJP -র। শুরু ভোট গণনা। কালিয়াগঞ্জে এগিয়ে BJP।
উল্লেখ্য, ২৫ নভেম্বর থেকে শুরু হয়েছে পশ্চিমবঙ্গে ৩ কেন্দ্রে বিধানসভা উপ নির্বাচনের ভোটগ্রহণ। কালিয়াগঞ্জ ও খড়গপুর ছাড়াও উপনির্বাচন হবে নদিয়ার করিমপুরে। জোট গড়ে লড়াইয়ে নামার সিদ্ধান্ত নিয়েছে কংগ্রেস ও বামেরা। বিজেপি ও তৃণমূলকে টেক্কা দিতে এবার সহজেই ঠান্ডা মাথায় সমঝোতার পথে এগিয়েছে দুপক্ষ। ঠিক হয়েছে করিমপুরে লড়বে বামেরা আর কালিয়াগঞ্জ ও খড়গপুরে প্রার্থী দেবে কংগ্রেস।
সিপিএমের রাজ্য সম্পাদক বিমান বসু আলিমুদ্দিন স্ট্রিটে রাজ্য সদর দফতরে এক সাংবাদিক বৈঠকে করিমপুরের বাম প্রার্থীর নাম ঘোষণা করেছিলেন। তিনি জানান ওই কেন্দ্রের দায়িত্বে আছেন সিপিএম প্রার্থী গোলাম রাব্বি। একই সঙ্গে খড়গপুর ও কালিয়াগঞ্জে কংগ্রেস প্রার্থীদের জেতাতে বাম কর্মীদের সাহায্য করতে নির্দেশ দেন তিনি।
একই সঙ্গে কংগ্রেস ও বামেদের কো-অর্ডিনেশন কমিটি তৈরি হয়েছে প্রতিটি কেন্দ্রে বলে কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়েছে। কংগ্রেসের তরফে কো-অর্ডিনেশন কমিটিতে নেতৃত্ব দেবেন কালিয়াগঞ্জে শঙ্কর মালাকার, খড়গপুরে শুভঙ্কর সরকার। এদিকে করিমপুরে বাম প্রার্থী গোলাম রাব্বির কো-অর্ডিনেশন কমিটিতে কংগ্রেসের তরফে নেতৃত্ব দেবেন অমিতাভ চক্রবর্তী।
এখনো পর্যন্ত কালিয়াগঞ্জে এগিয়ে রয়েছে বিজেপি, এবার দেখার বিষয় শেষ পর্যন্ত কি হয়।