পরিকল্পনা করে বাংলায় করোনা ঢোকাচ্ছে বিজেপি, অভিযোগ ফিরহাদ হাকিমের

বাংলাহান্ট ডেস্কঃ এবার বাংলাকে (West bengal) নিয়ে বিজেপিকে (BJP) সরাসরি আক্রমণ করলেন পুরমন্ত্রী তথা পুর প্রশাসক ফিরহাদ হাকিম (Firhad Hakim)। পরিকল্পনা করেই পরিযায়ী শ্রমিক পাঠিয়ে পশ্চিমবঙ্গে করোনা সংক্রমণ বাড়াতে চাইছে কেন্দ্র, এমনটা অভিযোগ করলেন তিনি। পাশাপাশি লকডাউন শিথিলের বিষয়েও তোপ দাগলেন দিলীপ ঘোষের বিরুদ্ধে।

শুক্রবার কলকাতায় খিদিরপুর এলাকায় এক সাংবাদিক বৈঠকে বিভিন্ন বিষয়কে উত্থাপন করে কটাক্ষ করলেন বিজেপিকে। এবং সেই অভিযোগ করলেন, বিজেপিই বাংলায় করোনা ঢোকাচ্ছে।

firhad hakim

পরিযায়ী বিভ্রাট
একবারে বেশি সংখ্যায় পরিযায়ী পাঠালে রাজ্যে তাঁদের রাখার অসুবিধা হয়ে পড়বে। সেই কারণে তাঁদের ধীরে ধীরে পাঠাবার জন্য স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্যার্জী। ফিরহাদ হাকিম জানান, ‘বিজেপি পরিকল্পনা করে বেশি সংখ্যায় পরিযায়ী শ্রমিক পাঠিয়ে পশ্চিমবঙ্গে সংক্রমণ বাড়াতে চাইছে। বিজেপির ক্ষমতাযুক্ত দিল্লী, মহারাষ্ট্র, গুজরাট ও হরিয়ানায় সংক্রমণের সংখ্যা সবথেকে বেশি। তাই এবার তারা নিজেদের অপমান ঢাকতে বাংলায় করোনা ঢোকাচ্ছে।’

বাংলায় করোনা সংক্রমণের হার অনেক কম
তিনি আরও জানান, অন্যান্য রাজ্যের তুলনায় বাংলায় করোনা সংক্রমণের হার অনেক কম। রাজ্যে প্রতি ১০ লাখে মৃত্যুর হার দাঁড়িয়েছে ৩.৪২ শতাংশ। দেশে যে পরিমাণ ৪.২৮ শতাংশ। চিকিৎসা ক্ষেত্রেও এই রাজ্যে প্রতি ১০ লাখে চিকিৎসাধীন রয়েছেন ৩৫.০৯ শতাংশ। সমগ্র দেশে যেখানে ৬৯.১০ শতাংশ। অন্যান্য রাজ্যের তুলনায় পশ্চিমবঙ্গে করোনা পরিস্থিতি অনেক ভালো। গুজরাট মধ্যপ্রদেশের অবস্থা খুবই শোচনীয়। এমনকি মোদীজি ও অমিত জির রাজ্যের অবস্থাও খারাপ’।

লকডাউন তর্জা
লকডাউন শিথিলের বিষয়ে তিনি জানান, ‘গত ২৯ শে মে মুখ্যমন্ত্রী লকডাউন শিথিল করার কথা বললেন তখন দিলীপ ঘোষ ঝামেলা করলেন। ঠিক তার একদিন পরেই যখন কেন্দ্র লকডাউন শিথিল করার কথা বলল তখন মুখ বন্ধ হয়ে গেল। লকডাউন হওয়ার আগেই পরিযায়ী শ্রমিকদের ফেরাতে পারলে, এতোটা সংক্রমণ বাড়ত না। সমস্তটা পরিকল্পনা করেই বিজেপি বাংলাকে বিপাকে ফেলেছে’।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর