বাংলাহান্ট ডেস্কঃ ২ রা মে নির্বাচনের ফল প্রকাশের পর বাংলার (west bengal) ক্ষমতায় আবারও ফেরে তৃণমূল (tmc) শিবির। কিন্তু তারপর থেকেই উত্তেজনা ছড়ায় বাংলার বিভিন্ন প্রান্তে। বিজেপির (bjp) পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, তাঁদের কর্মী সমর্থকদের মারধর করে ঘর বাড়ি জ্বালিয়ে দিয়ে সবকিছু লুটপাঠ চালাচ্ছে তৃণমূলের দুষ্কৃতীরা।
এই ঘটনার পরবর্তীতে দুদিনের বাংলা সফরে এসে আক্রান্ত বিজেপি কর্মীদের পরিবারের সঙ্গে দেখা করেছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। দিয়েছিলেন পাশে থাকার আশ্বাস। এমনকি বর্তমান সময়ে রাজ্যপালও এই ঘটনার পরবর্তীতে শীতলকুচি ও কোচবিহারের অন্যান্য এলাকায় যাওয়ার বিষয়েও জানিয়েছেন।
এই পরিস্থিতিতে আক্রান্ত বিজেপি কর্মীদের পাশে দাঁড়াচ্ছে রাজ্য বিজেপি। এবিষয়ে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, ‘নির্বাচন পরবর্তীতে রাজ্যজুড়ে যে হিংসার পরিস্থিতি তৈরি হয়েছে, তাতে বিজেপির ১৬ জন কর্মী নিহত হয়েছেন। এই পরিস্থিতিতে নিহতদের মধ্যে থেকে অর্ধেকের পরিবারকে আমরা ক্ষতিপূরণ বাবদ ৫ লক্ষ টাকা দিয়েছি। বাংলা জুড়ে এখনও হিংসা সন্ত্রাস অব্যাহত থাকায় আমাদের নেতারা সকলের বাড়িতে পৌঁছতে পারেনি। তবে আমরা চেষ্টা করব খুব তাড়াতাড়িই সকলের হাতে এই চেক তুলে দেওয়ার’।
অন্যদিকে বীরভূমের ইলামবাজারে নিহত বিজেপি কর্মীর বাড়িতে ক্ষতিপূরণ বাবদ চেক তুলে দিয়ে রাজ্য বিজেপির সহ-সভাপতি রাজু বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ‘মমতা ব্যানার্জি যেদিন মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছিলেন, সেদিনই এই রাজনৈতিক হিংসার বিরুদ্ধে দেশজুড়ে ধর্নায় বসেছিল বিজেপি শিবির। আর তারপর থেকেই নিহত কর্মীদের পরিবারকে আর্থিক সাহায্য দেওয়া হচ্ছে’।