বাংলা হান্ট ডেস্কঃ চলতি সপ্তাহ থেকেই শুরু হচ্ছে ‘দিল্লি দখলের লড়াই’। আগামী শুক্রবার রাজ্যে প্রথম দফার ভোটগ্রহণ। উত্তরবঙ্গের তিনটি আসনে নির্বাচন (Lok Sabha Election 2024) রয়েছে সেদিন। এর আগে রাজনৈতিক দলগুলির মধ্যে চলছে আক্রমণ পাল্টা আক্রমণের সিলসিলা। সম্প্রতি যেমন বহরমপুরে সাম্প্রদায়িক হিংসার ঘটনা নিয়ে তৃণমূল এবং কংগ্রেসকে নিশানা করেছেন বিজেপির (BJP) আইটি সেলের প্রধান অমিত মালব্য (Amit Malviya)।
এমনিতে সমাজমাধ্যমে বেশ সক্রিয় থাকেন অমিত। যে কোনও ‘জ্বলন্ত ইস্যু’ নিয়ে সুর চড়াতে দেখা যায় তাঁকে। নির্বাচনের প্রাক্কালে বাংলার একাধিক ঘটনা নিয়েও সরব হয়েছেন তিনি। পয়লা বৈশাখের দিন ফের একবার তাঁর নিশানায় রাজ্যের শাসক দল। বহরমপুরে হিন্দু সন্ন্যাসীদের নিশানা করার ঘটনা নিয়ে সমাজমাধ্যমে একটি পোস্ট করেন তিনি।
Communal violence erupts in Kamnagar area of Behrampore LS in Bengal. It suits both the Congress and TMC to inflame passions. Hindu monks observing Charak Puja have been targeted. WB Police remains a mute spectator. BJP MLA has rushed to the village.
Mamata Banerjee doesn’t seem…
— Amit Malviya (मोदी का परिवार) (@amitmalviya) April 14, 2024
রবিবার সন্ধ্যায় নিজের এক্স হ্যান্ডেলে (পূর্বে টুইটার) একটি পোস্ট করেন বিজেপির আইটি সেলের প্রধান। অমিত লেখেন, ‘পশ্চিমবঙ্গের বহরমপুর লোকসভা কেন্দ্রের অধীন কামনগর এলাকায় সাম্প্রদায়িক হিংসার ঘটনা ঘটেছে। আবেগকে উজ্জীবিত করা তৃণমূল এবং কংগ্রেস দুই দলকেই মানায়। চড়ক পূজা পালনকারী হিন্দু সন্ন্যাসীদের নিশানা করা হয়েছে’।
আরও পড়ুনঃ মোবাইল সুইচ অফ! হঠাৎ অসুস্থ কৃষ্ণনগরের BJP প্রার্থী, কী হয়েছে ‘রাজমাতা’র? এবার সব ‘ফাঁস’
এখানেই না থেমে অমিত দাবি করেন, সম্পূর্ণ ঘটনায় নীরব দর্শকের ভূমিকা পালন করেছে পশ্চিমবঙ্গ পুলিশ (West Bengal Police)। তিনি লেখেন, ‘নীরব দর্শকের ভূমিকায় ছিল পশ্চিমবঙ্গ পুলিশ। খবর পাওয়া মাত্রই গ্রামে ছুটে যান বিজেপি বিধায়ক। উত্তেজনা রোধ করতে মমতা বন্দ্যোপাধ্যায় বিশেষ আগ্রহী বলে মনে হচ্ছে না’।
উল্লেখ্য, দিন কয়েক আগেও সংবাদের শিরোনামে উঠে এসেছিলেন বিজেপির আইটি সেলের প্রধান। রামেশ্বরম ক্যাফে বিস্ফোরণের দুই অভিযুক্ত বাংলা থেকে গ্রেফতার হওয়ার পর সরাসরি বিজেপি নেতাকে নিশানা করে এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেছিল পশ্চিমবঙ্গ পুলিশ। তা নিয়ে বিস্তর জলঘোলা হয়েছিল। নির্বাচন কমিশনের দ্বারস্থ অবধি হয়েছিল গেরুয়া শিবির। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই বাংলার এক ঘটনা নিয়ে ফের পোস্ট করে আলোচনার কেন্দ্রে চলে এলেন অমিত।