BanglaHunt : আরও এক অভিনেত্রী যোগ দিলেন বিজেপিতে। দিলীপ ঘোষ পদ্ম পতাকা তুলে দিলেন এক কালের জনপ্রিয় সিনেমা ‘বেদের মেয়ে জোৎস্না’র অঞ্জু ঘোষের হাতে। এদিন দিলিপ বলেন,”তাঁকে অভিনন্দন জানাচ্ছি পার্টির তরফ থেকে। রাজনীতিতে এসে সফল হবেন তিনি”।
১৯৮৯ সালে ‘বেদের মেয়ে জোৎস্না’ মুক্তি পেয়েছিল বাংলাদেশে। কলকাতায় ছবিটির রিমেক হয় ১৯৯১ সালে । এখনও পর্যন্ত দুই বাংলায় বক্সঅফিসে সবচেয়ে বেশি উপার্জন করেছে এই ছবিটি। অঞ্জু ঘোষ মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন দুটি ছবিতেই। তিনী জন্মসূত্রেই বাংলাদেশের নাগরিক। তবে অঞ্জু কলকাতায় চলে আসেন ‘বেদের মেয়ে জোৎস্না’-র সাফল্যের পর। গেরুয়া শিবিরে তিনি যোগ দিয়েছেন বুধবার। দিলীপ ঘোষের কথায়,”আমাদের দলে এলেন অরিজিনাল ‘বেদের মেয়ে জোৎস্না’। সল্টলেকে উনি আমার বাড়ির পাশেগ থাকেন”।
দিলীপ জানিয়েছেন, “BJP তে যোগ দিতে চাইছেন বেশ কয়েকজন বিধায়ক। কিন্তু তাঁরা ভয় পাচ্ছেন এই ভেবে যে তাঁদের ফাঁসিয়ে দেওয়া হতে পারে আইনি জটিলতায়।
যাঁরা এসেছেন, বোমা মারা হচ্ছে তাঁদের বাড়ি ঘিরে। কিন্তু এইসব করেও আটকানো যাচ্ছে না কিছুই, যোগদান পর্ব এখনো চলছে, চলবে।”