বাংলা হান্ট ডেস্কঃ বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা ভোট (WB Assembly Elections)। তার আগে ভুয়ো ভোটার ইস্যুতে সরগরম বাংলা। ইতিমধ্যেই ভোটার তালিকায় ‘ভূত’ খুঁজতে কমিটি গড়ে দিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এবার পাল্টা বিস্ফোরক অভিযোগ আনল বিজেপি। বাংলার ভোটার তালিকা থেকে হিন্দু নাম বাদ দিয়ে বাংলাদেশি ও রোহিঙ্গাদের নাম যুক্ত করার অভিযোগ তুললেন পদ্ম শিবিরের আইটি সেলের প্রধান তথা পশ্চিমবঙ্গ বিজেপির সহ পর্যবেক্ষক অমিত মালব্য (Amit Malviya)।
তৃণমূল সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ অমিতের (Amit Malviya)!
মঙ্গলবার সকালে নিজের এক্স হ্যান্ডেলে (পূর্বে টুইটার) একটি পোস্ট করেন বিজেপি নেতা। তিনি লেখেন, ‘তৃণমূল সরকার পশ্চিমবঙ্গের ভোটার তালিকা থেকে হিন্দু নাম বাদ দিয়ে বাংলাদেশি ও রোহিঙ্গাদের নাম যুক্ত করছে’। বিশেষ করে সীমান্ত অঞ্চলে এমনটা হচ্ছে বলে দাবি করেন তিনি। উদাহরণ হিসেবে নদিয়ার একটি ঘটনা তুলে ধরেন।
The Trinamool government in West Bengal is removing Hindu names from the voter list while adding Bangladeshi and Rohingya voters, particularly in border areas.
In Nadia, a BJP stronghold, for instance, after receiving a request from one Abdul Rahman Sheikh, the Block Development… https://t.co/4rSJXB2XRW pic.twitter.com/0JAacepK4X
— Amit Malviya (@amitmalviya) March 25, 2025
অমিত (Amit Malviya) লেখেন, ‘নদিয়া, যেখানে বিজেপির সংগঠন শক্ত। সেখানে আব্দুল রহমান শেখের থেকে একটি অনুরোধ পেয়ে ব্লক ডেভেলপমেন্ট অফিসার (বিডিও) সেদিনই ভোটার তালিকা থেকে ৯৮ জন হিন্দুর নাম বাদ দেওয়ার প্রক্রিয়া শুরু করে দেন’। নিজের দাবির স্বপক্ষে অর্ডারের ছবিও তুলে ধরেন বিজেপির আইটি সেলের প্রধান।
আরও পড়ুনঃ দীর্ঘদিনের টানাপড়েন! মঙ্গলেই মিলবে ‘গুড নিউজ’? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় খবর
অমিত দাবি করেছেন, ‘মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এই কার্যকলাপ চলছে। ভোটার তালিকা তৈরির ক্ষেত্রে বিডিও-রা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এদিকে মমতা বন্দ্যোপাধ্যায় জানেন মুসলিমরা তাঁকে ব্যাপকভাবে রাজ্যে ভোট দেয়। হিন্দুদের ভোটাধিকার থেকে বঞ্চিত করার এটি একটি ইচ্ছাকৃত প্রচেষ্টা’।
উল্লেখ্য, ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে ভুয়ো ভোটার ইস্যুতে রাজনৈতিক তরজা অব্যাহত। তৃণমূলের অভিযোগ, বাংলার ভোটার তালিকায় ভুয়ো ভোটার ঢুকিয়ে ভোটবাক্সে বাজিমাত করার চেষ্টা করছে বিজেপি। সেই কারণে ভোটার লিস্টে ‘ভূত’ খুঁজতে একটি কমিটি তৈরি করে দিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাল্টা আসরে নেমেছে পদ্ম শিবিরও। এবার যেমন রাজ্যের ভোটার তালিকা থেকে হিন্দু নাম বাদ দিয়ে বাংলাদেশি ও রোহিঙ্গাদের নাম যুক্ত করার অভিযোগ তুললেন অমিত মালব্য (Amit Malviya)। ইতিমধ্যেই এই নিয়ে শুরু হয়েছে চর্চা।