‘গণ্ডগোল করানো, আমার লোকগুলোকে ফাঁসানো, সব কিছুর মূলে অভিষেক’, বোমা ফাটালেন অর্জুন

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ একসময় তৃণমূলের দাপুটে নেতা ছিলেন, তবে বর্তমানে বিজেপির অংশ। এই নিয়ে দু’বার তৃণমূল ত্যাগ করলেন অর্জুন সিং (Arjun Singh)। উনিশের লোকসভা ভোটের আগে প্রথমবার ‘ফুলবদল’ করেন। বিজেপির টিকিটে ব্যারাকপুর থেকে জয়ী হওয়ার পর ফিরে আসেন পুরনো দলে। চব্বিশের লোকসভা ভোটের আগেও এক ছবি! জোড়াফুল প্রার্থী না হতে পেরে ফের বিজেপি-মুখী অর্জুন। সদ্য আনুষ্ঠানিকভাবে পদ্ম-শিবিরে যোগ দিয়েছেন তিনি। এরপর থেকে একাধিকবার প্রাক্তন দলকে নিশানা করেছেন। এবার অর্জুনের ‘টার্গেট’ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।

সদ্য জনপ্রিয় এক সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তৃণমূলের (TMC) ‘সেকেন্ড ইন কমান্ড’কে আক্রমণ করেন ব্যারাকপুরের সাংসদ। সব গণ্ডগোলের নেপথ্যে রয়েছেন অভিষেক, এমন মন্তব্যও করেন তিনি। অর্জুন জানান, বিজেপি ত্যাগ করে তৃণমূলে যোগ দেওয়ার পর তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের প্রতি তাঁর ধারণাই বদলে যায়।

অর্জুন সিং বলেন, বিজেপি (BJP) থেকে তৃণমূলে ফেরার জন্য অভিষেক যখন তাঁর সঙ্গে যোগাযোগ করেন, তাঁর মনে হয়েছিল ডায়মন্ড হারবারের সাংসদ পরিণয় হয়েছেন। কিন্তু পরবর্তীকালে তাঁর সেই ধারণা বদলে যায়। বিজেপি নেতা বলেন, ‘পরে দেখতে পেলাম ও-ই সবকিছুর মূলে আছে। গণ্ডগোল করানো, আমার লোকগুলোকে ফাঁসানো- এগুলো করেছিল’।

আরও পড়ুনঃ ‘মেয়ের মাথার দিব্যি কেটে বলেছিল…’, ভোটের আগেই পার্থর ‘গোপন’ কথা ফাঁস করলেন অর্জুন সিং!

ব্যারাকপুরের সাংসদের কথায়, এই বিষয়ে তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও জানিয়েছিলেন তিনি। তবে কোনও কাজ হয়নি। অর্জুন বলেন, ‘কোনও অ্যাকশন নেওয়া হয়নি। তখনই বুঝতে পারলাম দু’জনেই এক’।

অভিষেককে নিশানা করার পাশাপাশি অর্জুন সিং জানান, তাঁকে কথা দিয়ে কথা রাখেনি তৃণমূল। তাঁর সঙ্গে অন্যায় করা হয়েছে বলেও দাবি করেন তিনি। কিন্তু বারবার কেন প্রতিশ্রুতি ভঙ্গ হচ্ছে? এই দুঁদে রাজনীতিকের উত্তর, আঞ্চলিক দলগুলির ‘মাথা’রা কোনও শক্তিশালী লোককে রাখতে চায় না।

arjun singh on abhishek banerjee

প্রসঙ্গত, চব্বিশের লোকসভা ভোটে ব্যারাকপুর কেন্দ্রের প্রার্থীর নাম এখনও ঘোষণা করেনি বিজেপি। তবে অনুমান করা হচ্ছে, গতবারের বিজয়ী সাংসদ অর্জুন সিংকেই ফের টিকিট দেবে দল। ইতিমধ্যেই এলাকায় ঘুরে ঘুরে প্রচারও শুরু করে দিয়েছেন বিজেপি নেতা।

Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর

X