‘হিন্দু হিন্দু ভাই ভাই, ছাব্বিশে BJP-কে চাই’! ভোটের আগেই বড় হুঙ্কার অর্জুন সিংয়ের

বাংলা হান্ট ডেস্কঃ বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা ভোট (WB Assembly Elections)। বাংলার মসনদ দখল করতে ইতিমধ্যেই ময়দানে নেমে পড়েছে তৃণমূল, বিজেপি (BJP)। শুরু হয়েছে আক্রমণ, পাল্টা আক্রমণের ধারা। এই আবহে এবার বড় স্লোগান তুললেন ব্যারাকপুরের প্রাক্তন বিজেপি সাংসদ অর্জুন সিং (Arjun Singh)। ‘হিন্দু হিন্দু ভাই ভাই, ছাব্বিশে বিজেপিকে চাই’। এবার এমনটাই বললেন তিনি।

যোগীর স্লোগান এবার অর্জুনের (Arjun Singh) মুখে!

আগামী বছরের বিধানসভা নির্বাচনের রণকৌশল হিসেবে কি মেরুকরণকেই বেছে নিয়েছে পদ্ম শিবির? বাংলার বুকে বিজেপির পোস্টার, স্লোগান, দেওয়াল লিখন থেকে নেতাদের বক্তব্য, সব দেখে এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। এই আবহে এবার ব্যারাকপুরের ‘বাহুবলী’ নেতা অর্জুনের মুখে শোনা গেল উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের ‘বাটোগে তো কাটোগে’ স্লোগান।

বুধবার ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে স্মার্ট ওপিডির নতুন ভবন তৈরির শিলান্যাস করা হয়। ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক এই শিলান্যাস করেন। এদিকে সেই অনুষ্ঠানে আমন্ত্রণ না পাওয়ার অভিযোগে সরব হয়েছেন স্থানীয় বিজেপি বিধায়ক তথা অর্জুন সিংয়ের (Arjun Singh) পুত্র পবন সিং।

আরও পড়ুনঃ ‘ইফতার করলে সরস্বতী পুজো কেন আটকানো হয়?’ যাদবপুর নিয়ে এবার বড় প্রশ্ন তুলে দিলেন সুকান্ত

এই বিষয়ে সংবাদমাধ্যমের কাছে অর্জুন বলেন, অনেক আগেই ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে আধুনিক সব যন্ত্রপাতি দেওয়া হয়েছিল। তৃণমূল সাংসদ পার্থ ভৌমিক এখন ‘লোক দেখানো’ কাজ করছেন বলে তোপ দাগেন তিনি। একইসঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও নিশানা করেন।

Arjun Singh

এরপরেই বহুচর্চিত ‘হিন্দু হিন্দু ভাই ভাই’ স্লোগান নিয়ে প্রশ্ন করা হয় অর্জুনকে। তাতে প্রাক্তন বিজেপি সাংসদের স্পষ্ট প্রতিক্রিয়া, ‘ছাব্বিশে তো বিদায় নেবে। সবাই ঠিকই বলছে, হিন্দু হিন্দু ভাই ভাই, ছাব্বিশে বিজেপিকে চাই’। এদিন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের স্লোগানও শোনা যায় ব্যারাকপুরের পদ্ম নেতার মুখে। তিনি বলেন, ‘বাটোগে তো কাটোগে, এক রহোগে তো সেফ রহোগে’।

উল্লেখ্য, এখন তৃণমূলকে ঝাঁঝালো আক্রমণ করলেও একদা সেই দলেরই অংশ ছিলেন অর্জুন সিং (Arjun Singh)। উনিশের লোকসভা ভোটের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে নাম লেখান এই ‘বাহুবলী’ নেতা। সাংসদ হওয়ার পর ফের তৃণমূলে ফিরে আসেন। এরপর চব্বিশের নির্বাচনের আগে ফের দলবদল করেন অর্জুন। বর্তমানে বিজেপিতেই রয়েছেন তিনি।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর