‘পরিবারকে ফাঁসিয়ে মমতা চমকাতে চাইছেন’! জামাইকে CID তলবে ফুঁসে উঠলেন অর্জুন সিং

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ একদা তৃণমূলের (Trinamool Congress) অংশ ছিলেন। বর্তমানে বিজেপিতে রয়েছেন ব্যারাকপুরের ‘বাহুবলী’ নেতা অর্জুন সিং (Arjun Singh)। এবার তাঁর জামাইকেই তলব করল সিআইডি (CID)। আর তারপরেই ফুঁসে উঠেছেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ। এই তলবের পিছনে রাজনৈতিক অভিসন্ধি রয়েছে বলে মনে করছেন তিনি।

জামাইয়ের তলব নিয়ে ফুঁসে উঠলেন অর্জুন সিং (Arjun Singh)!

নানান সময়ে নানান কারণে অর্জুন সিংকে তলব করেছে সিআইডি। তবে এবার তদন্তকারী সংস্থার স্ক্যানারে তাঁর জামাই। জানা যাচ্ছে, ভাটপাড়া নৈহাটি কো-অপারেটিভ দুর্নীতি কাণ্ডে তাঁকে তলব করা হয়েছে। একথা সামনে আসতেই ফুঁসে উঠেছেন প্রাক্তন বিজেপি সাংসদ।

আগামী সোমবার, ৫ মে অর্জুন সিংয়ের জামাইকে ভবানী ভবনে (Bhabani Bhawan) তলব করা হয়েছে। সেখানে তিনি হাজির হবেন কিনা তা এখনও জানা যায়নি। তবে এর বিরুদ্ধে রাজনৈতিক অভিসন্ধির ‘গন্ধ’ পাচ্ছেন শ্বশুর অর্জুন। রাজ্য প্রশাসনের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগড়ে দিয়েছেন তিনি।

আরও পড়ুনঃ ১৮ মে অবধি সময়! মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বড় খবর! রেজাল্টের পরেই নয়া বিজ্ঞপ্তি জারি পর্ষদের

বিজেপি (BJP) নেতা বলেন, ‘আমার পরিবারের লোককে ফাঁসিয়ে আমায় চমকাতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমি স্পষ্ট জানাতে চাই, আমায় এভাবে চমকানো যাবে না। আমার পরিবারের লোকও মানসিকভাবে প্রস্তুতি নিয়ে রেখেছে’।

Arjun Singh

উল্লেখ্য, একসময় তৃণমূলের দাপুটে নেতাদের মধ্যে একজন ছিলেন অর্জুন সিং। উনিশের লোকসভা ভোটের আগে বিজেপিতে যোগ দেন। নির্বাচনে জয়ী হওয়ার পর ফের তৃণমূলে ফিরে আসেন। চব্বিশের লোকসভা নির্বাচনের আগে ফের দলবদল করেন এই ‘বাহুবলী’ নেতা।

ব্যারাকপুর থেকে টিকিট না পেতেই ফের তৃণমূল ছাড়েন অর্জুন (Arjun Singh), ফিরে যান গেরুয়া শিবিরে। বিজেপি তাঁকে টিকিট দিলেও জিততে পারেননি তিনি। তৃণমূলের পার্থ ভৌমিকের কাছে পরাজিত হন। এবার সেই বিজেপি নেতার জামাইকেই তলব করল সিআইডি। আগামী ৫ মে ভবানী ভবনে ডাকা হয়েছে তাঁকে। অর্জুনের জামাই সেই তলবে সাড়া দেন কিনা সেটাই দেখার।

Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

X