বাংলা হান্ট ডেস্ক: উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষের মানসিক অবস্থা নিয়ে প্রশ্ন তুললেন BJP নেতা রাজু বন্দ্যোপাধ্যায়। আজ দুপুরে BJP-র কোচবিহার জেলা কার্যালয়ে সাংবাদিক বৈঠকে ওই BJP নেতা বলেন, “উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ এর মানসিক অবস্থা ঠিক নেই। তাই হয়তো পুলিশের কাজে খারাপ মন্তব্য করছেন।”
প্রসঙ্গত, রাজ্যজুড়ে শুরু হয়েছে গান্ধি সংকল্প যাত্রা। রাজ্য BJP-র সাধারণ সম্পাদক রাজু বন্দ্যোপাধ্যায় বারাসতে এই যাত্রা চলাকালীন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে আক্রমন করে বলেন, “খাদ্য দপ্তরের কোটি কোটি টাকা লুট করেছেন জ্যোতিপ্রিয়৷ আমরা ক্ষমতায় এলে প্রতিটি দুর্নীতির তদন্ত করব৷ উপযুক্ত শাস্তি দেব৷” উল্টোদিকে জ্যোতিপ্রিয় যদিও গেরুয়া শিবিরের এই নেতার অভিযোগকে একেবারেই গুরুত্ব দিতে নারাজ৷ রাজু বন্দ্যোপাধ্যায়কে পাগল বলে কটাক্ষ করেন তিনি৷
উল্লেখ্য, রাজ্যের বিজেপি নেতৃত্ব সিদ্ধান্ত নিয়ে বাংলার সামগ্রিক পরিস্থিতি নিয়ে রাষ্ট্রপতির কাছে দরবার করেছে, উদ্দেশ্য নতুন বাংলা। কৈলাস বিজয়বর্গীয়র নেতৃত্বে বিজেপির ৭ জনের একটি প্রতিনিধি দল রাষ্ট্রপতিভবনে যায়। এই সংক্ষিপ্ত দলটির মধ্যে ছিলেন সাংসদ দেবশ্রী চৌধুরী, সাংসদ অর্জুন সিং, সাংসদ এসএস আলুওয়ালিয়া, রাজ্যসভার সাংসদ স্বপন দাশগুপ্ত ও বিজেপি নেতা মুকুল রায়। রাজনৈতিক মহলের একাংশ সন্দেহ করছে এর পেছনে কি কোনো মতলব আছে বিজেপির? তাহলে কি বাংলায় রাষ্ট্রপতি শাসন জারি করাতে উঠে পড়ে লেগেছে গেরুয়া শিবির? শুরু হয়েছে জল্পনা।
এদিন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গে বৈঠকের পর রাষ্ট্রপতি ভবন থেকে বেরিয়ে কৈলাস বিজয়বর্গীয় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, “আমাদের মাননীয় রাষ্ট্রপতি কে বর্তমানে রাজ্যের যে পরিস্থিতি তার পুঙ্খানুপুঙ্খ সবিস্তারে জানানো হয়েছে। এমনকি রাস্ট্রপতির কাছে এই অভিযোগ জানানো হয়েছে যে নবরাত্রির ৯ দিনে রাজ্যে ১০ জন বিজেপি কার্যকর্তা খুন হয়েছেন। গত পঞ্চায়েত নির্বাচনে রাজ্যে ব্যাপক হিংসা হয়েছে। মানুষের রক্ত ঝরেছে চতুর্দিকে।”
বিজয়বর্গীয় আরও বলেন, “আমাদের সকলের সামনে এখন পৌরসভা নির্বাচন, খুব শিগগিরই তা আসছে। আমাদের এখন পরিকল্পনা এই নির্বাচনে যেন কোন রকম দুর্নীতি জনক ঘটনা না ঘটে, এ বিষয়টিকে একেবারে সুনিশ্চিত করা প্রয়োজন তাহলে বহু মানুষের প্রাণ বাঁচবে। আর এই নির্দিষ্ট কারণ এই নির্দিষ্ট জন্যই রাস্ট্রপতির কাছে দরবার করেছি আমরা।” শুধু তাই নয় এদিন তিনি আরো জানান, মাননীয় রাষ্ট্রপতি আমাদের সব কথাই শুনেছেন এবং তিনি আশ্বাস দিয়ে জানিয়েছেন রাজ্যপালের কাছ থেকে এই সমস্ত ঘটনা রিপোর্ট নিয়ে তিনি পর্যালোচনা নিশ্চয়ই করবেন।”