স্বামী বিবেকানন্দর সাথে নরেন্দ্র মোদির তুলনা! : রেগে গিয়ে বিস্ফোরক কংগ্রেস সাংসদ

বাংলা হান্ট ডেস্ক: সংসদের বৈঠকে নরেন্দ্র মোদিকে স্বামী বিবেকানন্দর সঙ্গে তুলনা করলেন এক BJP সাংসদ। আরে ঘটনার পরেই পেয়ে যায় রেগে গেলেন কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরি ।

3ae62 img 20190624 190342

সংসদের বাজেট অধিবেশনে এক BJP সাংসদ স্বামী বিবেকানন্দর সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে তুলনা করেন। এই তুলনার কথা কানে আসতেই মেজাজ হারিয়ে অধীর চৌধুরি বলেন, “এই তুলনা বাংলার ভাবাবেগকে আঘাত করে।” তিনি আরও বলেন, “আমার মনে হয় আপনি আসলে গঙ্গার সঙ্গে নালির তুলনা করছেন।”

যদিও এর পরে তিনি কিছুটা সংযত হয়ে নিজের বক্তব্যে সামান্য বাদ সাধেন। লোকসভায় তিনি বলেন, “আমার কথার ওরকম কোন মানে ছিল না, আমার হিন্দি দুর্বল, আমি বোঝাতে গেছি এক, আর বুঝিয়ে ফেলেছি আরেক। প্রধানমন্ত্রী যদি এতে ক্ষুব্ধ হয়ে থাকেন, আমি তার কাছে ক্ষমা চাইতেও রাজি।”

সম্পর্কিত খবর