‘দম থাকলে আমার সামনে এসে দাঁড়াক, যদি মাটিতে ঘষে না দিই’, অভিষেককে খোলা চ্যালেঞ্জ দিলীপের

বাংলা হান্ট ডেস্কঃ নিজের কড়া কড়া মন্তব্যের জন্য সর্বদাই চর্চার শিরোনামে থাকেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। বিরোধীদের যেকোনো কথার পাল্টা জবাব দিতে সর্বদা প্রস্তুত তিনি। আর এবারেও তার অন্যথা হল না। রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) ও দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) খোলা চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন মেদিনীপুরের বিজেপি সাংসদ (BJP MP)।

ঠিক কি বললেন দিলীপবাবু? এদিন অভিষেককে সরাসরি আক্রমণ করে বিজেপি নেতা বলেন, “ওর যদি দম থাকে আমার সামনে এসে দাঁড়াক, যদি মাটিতে ঘষে না দিই তাহলে বলবেন’। যদি না নাক ঘসিয়ে দেই মাটিতে তাহলে বলবেন। পুরো তৃণমূলকে লাগাক মেদিনীপুরে নিয়ে এসে।”

   

দিলীপ ঘোষ আরও বলেন, “মেদিনীপুরের লোক ঘুষখোর নয়, কাঠমানি খায় না, কাঠমানি দেয় না। এরা মুঘল, পাঠানদের বিরুদ্ধে লড়াই করেছে। ইংরেজদের বিরুদ্ধে লড়াই করেছে। কংগ্রেস, সিপিএমকে তাড়িয়েছে। এবার তৃণমূলের পালা। তাকেও ফাঁকা করে দেবে।”

দিলীপের খোলা চ্যালেঞ্জ, “যতবড়োই নেতা লাগিয়ে দিক, কংগ্রেস থেকে ভাড়া করিয়ে নিয়ে নেতা আমার বিরুদ্ধে দুবার লড়িয়েছে। খড়্গপুর, মেদিনীপুরের লোক তার যোগ্য জবাব দিয়েছে।”

dilip ghosh

তার কথায়, “চোরেদের জায়গা এখানে নেই। যারা ফাঁসি খায়, গুলি খায়, বলিদান দেয় তাদের জায়গা এখানে। এই ধান্দাবাজ, ঘুষখোর জীবনে লোকেদের কিছু দেয় নি উল্টে লোকের জমি-জায়গা লুঠ করেছে তাদেরকে মেদিনীপুরের লোক কিছুতেই স্বীকার করবে না।”

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর