বাংলা হান্ট ডেস্কঃ বিস্ফোরক মন্তব্যের জেরে বহুবার সংবাদের শিরোনামে উঠে এসেছেন দিলীপ ঘোষ (Dilip Ghosh)। সম্প্রতি খড়্গপুরে রাস্তার উদ্বোধনে গিয়ে স্থানীয় মহিলাদের সঙ্গে বচসায় জড়ান তিনি। ‘গলা টিপে দেওয়া’র হুঁশিয়ারি শোনা যায় বিজেপির (BJP) প্রাক্তন রাজ্য সভাপতি তথা মেদিনীপুরের সাবেক সাংসদের মুখে। সেসবের রেশ কাটতে না কাটতেই ফের চাঞ্চল্যকর মন্তব্য করলেন তিনি।
ফের বিস্ফোরক দিলীপ ঘোষ (Dilip Ghosh)!
মুখ খুললেই বিতর্ক! দিলীপ ঘোষ সম্পর্কে অনেকেই এমনটা মনে করেন। তবে কারোর কারোর দাবি, তাঁকে আগের মতো ‘ফর্মে’ পাওয়া যায় না। যদিও বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি নিজে সেকথা মানতে নারাজ। তাঁর কথায়, ‘অনেকে খবর দেখে আমার ফর্ম বিচার করে। তাঁদের জন্য আমার খুব মায়া হয়’।
ভোট থেকে শুরু করে রাজ্য রাজনীতির অন্যান্য ইস্যু, দিলীপ ঘোষ (Dilip Ghosh) মুখ খোলা মানেই বিতর্ক। এই ধারণা অনেকেরই। তবে বিগত কিছু সময় ধরে তিনি যেন খানিকটা আড়ালে চলে গিয়েছিলেন। সেভাবে সংবাদের শিরোনামে দেখা যাচ্ছিল না তাঁকে। এখন অবশ্য ফের চেনা ‘মেজাজে’ই ধরা দিচ্ছেন। যদিও বিতর্ক ইস্যুতে নিজেকে ‘দোষ’ দিচ্ছেন না দিলীপ।
আরও পড়ুনঃ গভীর রাতে উত্তপ্ত জগদ্দল! অর্জুন সিংকে লক্ষ্য করে চলল গুলি! তোলপাড় বাংলা
প্রাক্তন বিজেপি সাংসদের কথায়, ‘দিলীপ ঘোষ কোন বিতর্কের কাজ করেছে? আমি সাধারণ মানুষ। খাই-দাই মর্নিং ওয়াক করি। আমি যদি বাড়িতে নারকেল কাটার জন্য একটা দা কিনতে যাই, অনেক ভদ্রলোক সেটা নিয়েও ভয় পেয়ে যান। আমি সাংসদ তহবিলের টাকা দিয়ে রাস্তা করার পর সেটার উদ্বোধন করতে গেলে অনেকে চেঁচামেচি করেন। তাহলে বিতর্ক করল কে?’
এখানেই না থেমে দিলীপ আরও বলেন, ‘কেউ আমার ওপর দিয়ে যা ইচ্ছা চালালে আমি চুপ থাকব না, উত্তর দেবই। আমি এমন নেতা নই যে পিছনে কেউ কুকুরের মতো ঘেউ ঘেউ করলে জবাব না দিয়ে চলে আসব। যারা আমার সম্পর্কে নিয়মিত খোঁজখবর রাখেন, তাঁরা জানেন এটাই আমার ফর্ম। অনেকে খবর দেখে আমার ফর্ম বিচার করেন। তাঁদের জন্য আমার খুব মায়া হয়’।
বর্তমানে মাঝেমধ্যেই দেখা যায়, বিজেপির বহু কর্মসূচিতে পুলিশি অনুমতি না মেলার অভিযোগ উঠছে। জল গড়াচ্ছে কলকাতা হাইকোর্ট (Calcutta High Court) অবধি। এই বিষয়ে দিলীপ বলেন, ‘পুলিশ প্রশাসন নপুংসক। অযোগ্য লোকগুলো কেন পুলিশে রয়েছে? আমরা আগে জানাই যাতে প্রশাসনের সুবিধা হয়। তারা সেটা আটকানোর জন্য রয়েছে? এদের পদত্যাগ করা উচিত’।
আরও পড়ুনঃ ‘বল করলে আমিও ব্যাটিং শুরু করব’! অক্সফোর্ডে উঠতে পারে আরজি কর প্রসঙ্গ! ‘রেডি’ মমতা
উল্লেখ্য, বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগেই ফের পুরনো ‘মেজাজে’ দেখা যাচ্ছে দিলীপকে (Dilip Ghosh)। শীঘ্রই আবার বিজেপির পরবর্তী রাজ্য সভাপতির নাম ঘোষণা হতে চলেছে। শোনা যাচ্ছে, সেই দৌড়ে রয়েছেন মেদিনীপুরের সাবেক সাংসদ। তাহলে কি ফের একবার বঙ্গ বিজেপির রাশ উঠবে দিলীপের হাতে? সঠিক সময়েই মিলবে সেই উত্তর।